শাহজালাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৭

Home Page » আজকের সকল পত্রিকা » শাহজালাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৭
বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭



Image result for শাজালাল ইউনিভার্সিটি স্যলহেত

 

 

 

 

 

হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন জানান, বুধবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত হলের ভেতরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

 প্রভোস্ট বলেন, সংঘর্ষে উভয় পক্ষের মোট ১৭ জন আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“সংঘর্ষের সূত্রপাত হয় হলের বাইরে ক্যাম্পাসের মূল ফটকে। পরে তা দুটি গ্রুপের মধ্যে ছড়ালে হলের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়।”

পরে জালালাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।

তবে কী নিয়ে সংঘর্ষ বাধে সে বিষয়ে প্রভোস্ট কিছু বলতে পারেননি।

 

ছাত্রলীগের একাধিক কর্মী বলেন, এক ছাত্রলীগকর্মী আরেক ছাত্রলীগকর্মীর সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করলে দ্বন্দ্ব শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রলীগনেতা সাজেদুল ইসলাম সবুজ বলছেন, “জুনিয়রদের মধ্যে ঝামেলা হওয়ায় আমরা তা সমাধানের জন্য রাতে বৈঠকে বসেছিলাম।

“এরই মধ্যে হঠাৎ ইমরান খানের অনুসারী জুয়েম এসে সব বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন। তারা আমাদের কর্মীদের ওপর হামলা চালান। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ইমরান খানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে বৈঠক হবে জানিয়ে প্রভোস্ট শাহেদুল বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে ভর্তি হয়েছেন - ছাত্রলীগকর্মী সুমন তালুকদার, নাহিদ, উজ্জ্বল, মনিরুজ্জামান, পিয়াস, মুনকির, জয়, ইয়ামিন, আপলু, শিহাব, মৃন্ময় দাস, শামসুল, জাহিদ, জুবায়ের, রূপক, মনোয়ার ও সীমান্ত।

বাংলাদেশ সময়: ১৪:৩২:২৫   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ