সাড়ে ৩ কেজি সোনা যাত্রীর মাইক্রোওভেনে

Home Page » অর্থ ও বানিজ্য » সাড়ে ৩ কেজি সোনা যাত্রীর মাইক্রোওভেনে
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭



বঙ্গ নিউজঃ gold_40654_1488124818.jpgরাজধানীর শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর মাইক্রোওভেনের ট্রান্সফরমারের ভেতরে লুকিয়ে আনা সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।এ ঘটনায় বেলাল হোসেন নামের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওই যাত্রী ওমানের রাজধানী মাসকট থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে নামেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিয়ে আসা একটি মাইক্রোওভেনের ট্রান্সফরমারের প্রায় সাড়ে তিন কেজি সোনা পাওয়া যায়।

আটক সোনায় সিলভার দিয়ে প্রলেপ দেয়া ছিল। স্ক্যানিং মেশিনেও সোনার অস্তিত্ব বোঝা যায়নি।তিনি বলেন, শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদ পেয়ে গ্রিন চ্যানেল এলাকায় তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে কোনোভাবেই সোনা থাকার কথা স্বীকার করছিল না সে। এক পর্যায়ে তার সঙ্গে আনা মাইক্রোওভেন খুলে ভেতরের ট্রান্সফরমার ভেঙে ইংরেজি বর্ণ ‘ই’ আকৃতির ৬৫টি সিলভার কালারের পাত পাওয়া যায়।

ওই পাতগুলো ঘষে সোনার অস্তিত্বের সন্দেহ করেন শুল্ক গোয়েন্দারা। পরে জহুরী এনে পরীক্ষা করে সোনার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।

তিনি আরও জানান, আটক সোনার মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় বেলালকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ফেনীর ফুলগাজীতে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০০   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ