হাতীবান্ধায় যৌতুক এর টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন

Home Page » বিবিধ » হাতীবান্ধায় যৌতুক এর টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭



 

বঙ্গ-নিউজ ডটকমঃ লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে যৌতুকের টাকা না পেয়ে রাতের আধারে স্ত্রী ফাতেমা বেগম ববিতা (২৪) কে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও স্বামী বাড়ির লোকজনের বিরুদ্ধে।
গত ১৬ ফেব্রুয়ারী রাতে এলাকাবাসী আহত অবস্থায় ফাতেমা বেগম ববিতা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এঘটনায় আহত গৃহবধুর গলায় আঘাতে চিহ্ন ও শরিরে জখমের চিহ্ন রয়েছে।
গৃহবধু ফাতেমা বেগম ববিতা জানায়, গত বৃহস্পতিবার রাতে তার স্বামী ছলিম উদ্দিন মারুফ তাকে ঘর থেকে বাহিরে আসতে বলে বাহির হওয়ার মাত্র আমার স্বামী ও তার বাড়ির লোকজন আমাকে বেধরক মারধর করেন। এক পর্যায়ে আমার গলাটিপে ধরেন। আমার চিৎতকারে এলাকার লোকজন ছুটে এসে। আহত অবস্থায় রাতেই হাসপাতালে ভর্তি করান। আমাকে আমার স্বামীর বাড়ির লোক জন প্রায় যৌতুকের কারনে মারধর করেন।
মামলার সুত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রামে রশিদুল ইসলামের ছেলে ছলিম উদ্দিন মারুফ (২৭) এর সাথে একই গ্রামের জাফর আলী মেয়ে ফাতেমা বেগম ববিতা সাথে ৫ বছর আগে যৌতুকের ১ লাক্ষ টাকা ও ২ ভরী স্বর্ণালংকার বুঝিয়ে দিয়ে ১ লাক্ষ টাকা বাকী রেখে বিয়ে সম্পর্ন করেন তার পরিবার।
বিয়ের পর থেকে বাকী যৌতুকের ১ লক্ষ টার জন্য পাষন্ড স্বামী ছলিম উদ্দিন মারুফ তার পরিবারে লোকজন সহ তার স্ত্রী ফাতেমা বেগম ববিতাকে নির্যাতন করে আসছিল। এর মধ্যে ফাতেমা বেগম ববিতার কোল জুড়ে এক শিশু কন্য জন্ম নেয়। তার পরও নির্যাতন কমেনি।
গৃহবধু ফাতেমা বেগম ববিতা (২৪) হাসতালে সুস্থ্য হয়ে লালমনিরহাট বিজ্ঞ আদালতে গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে স্বামী ছলিম উদ্দিন মারুফ (২৭), মামা শ্বশুর তাইজুদ্দিন (৩৫), খালু শ্বশুর নুরুদ্দিন(৫০), নানা শ্বশুর সিরাজুল ইসলাম (৬৫), মামা শ্বশুর আবু বক্কর সিদ্দিক (৪৫) সহ ৫ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন।
গৃহবধু পিতা জাফর আহম্মেদ (৫৫) জানান, আমার মেয়েকে যারা যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার চেষ্টা করছিল আমি তাদের বিচার চাই।
এঘটনায় মামলার ২নং আসামী তাইজুদ্দিন (৩৫) জানান, আমরা নির্যাতন করিনি সম্পুর্ন মিথ্যা। মিথ্যা মামলা দিয়ে প্রতি পক্ষ আমাদের হয়রানি করার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২১:০৯:৩৮   ২৬৭ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ