হাতীবান্ধায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পেটালো ঠিকাদারের লোকজন!

Home Page » বিবিধ » হাতীবান্ধায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পেটালো ঠিকাদারের লোকজন!
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭



 

বঙ্গ-নিউজ ডটকমঃ (মিজানুর) লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধায় নিম্নমানের কাজে বাধা

দেয়ার অপরাধে এক ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পেটালো ঠিকাদারের লোকজন।
এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদে।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, পরিষদের পশ্চিম পার্শ্বে এলজিইডির অর্থায়নে একটি ব্রিজের মেরামত কাজ প্রায় ১ বছর ধরে চলছে। ওই কাজে ইটের খোয়া ব্যবহার না করে নিম্নমানের পাথর ব্যবহার করেছে।

নিম্নমানের কাজ করায় মঙ্গলবার বিকেলে তা বন্ধ করে দেয় স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিনসহ গ্রামবাসী। এ ঘটনার জের ধরে রাতে পরিষদ এলাকায় একটি চায়ের দোকানে ওই ইউপি সদস্য জসিম উদ্দিনের উপর হামলা চালায় মেরামত কাজের ঠিকাদার পাভেলের লোকজন।

গ্রাম পুলিশ মানিক মিয়া ইউপি সদস্যকে রক্ষা করতে এলে তার উপরও হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন ইউপি সদস্য জসিম উদ্দিনকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসিন নামে একজনকে গ্রেফতার করেন। এ ঘটনায় ওই ঠিকাদারকে আসামি করে থানায় একটি মামলা দেয়া হয়েছে।

হাতীবান্ধা হাসপাতালের চিকিৎসক নাঈম হোসেন নয়ন জানান, ওই ইউপি সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে।
ওই কাজের ঠিকাদার পাভেল নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে শ্রমিক ও ইউপি সদস্যের মধ্যে মারামারি হয়েছে বলে আমি শুনেছি।
হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার জানান, নিম্মমানের কাজ হলে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে মঙ্গলবার রাতেই ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউনিয়ন পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ জনতা।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ডাবুল জানান, এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৬   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ