‘রহস্যজনক’ মিশন, মহাকাশে ওঁৎ পেতে আছে মার্কিন বিমান

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ‘রহস্যজনক’ মিশন, মহাকাশে ওঁৎ পেতে আছে মার্কিন বিমান
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭



বঙ্গনিউজ: যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বলছে, তাদের ‘গোপনীয়’ মহাকাশ বিমান এক্স-৩৭বি’র আপাততো পৃথিবীতে ফিরে আসছে না। মার্কিনদের ‘রহস্যজনক’ এই মহাকাশ বিমানটি প্রায় দু’বছর পৃথিবীর কক্ষপথে অবস্থান করছিল। খবর বেরিয়েছিল, সেই মহাকাশ যানটি পৃথিবীতে ফিরে আসতে পারে। পরে বিষয়টি নাকচ করে মার্কিন বিমান বাহিনী।

us plane in orbit

মার্কিন বিমান বাহিনী অবশ্য কেন এক্স-৩৭ বি দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে মহাকাশে অবস্থান করছে সে বিষয়ে কিছু বলেনি। এতেই এই বিমানটিকে ঘিরে নানা ধরনের জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। বিমানটি ফিরে আসবে এমন খবর প্রথম দিয়েছিল নাসার স্পেসফ্লাইট নামের একটি সংবাদ মাধ্যম। পরে জানা যায়, এই সংবাদ সংস্থাটির সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কোনো ধরনের সম্পর্ক নেই।

সংবাটি ছড়িয়ে পরলে, মার্কিন বিমান বাহিনী স্পষ্ট জানিয়ে দেয় এক্স-৩৭বি’র পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা নেই। ফেরানো কোর পরিকল্পনাও করা হয়নি। বিমানটি আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজে ব্যস্থ। এর আগে অবশ্যই এই বিমানটি ক্যালিফোর্নিয়ায় অবতরণ করেছিল।

জানা গেছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সর্বপ্রথম ১৯৯৯ সালে এক্স-৩৭ বিমানটি তৈরি করেছিল। বলা হয়, এই যানটি ‘মহাকাশ খেয়া’। পরে এটি পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়। মহাকাশ যানটি নিয়ে আমেরিকার কোন পরিকল্পনা বা মিশন কখনো গণমাধ্যমে জানানো হয়নি।

এক্স-৩৭বি নামের এই মহাকাশ যানটি ২০১০ সালে প্রথমবার মহাকাশে পাঠানো হয়। সেবার যানটি ২২৪ দিন কক্ষপথে থেকে পৃথিবীতে ফিরে আসে। পরে দুইবার এক্স-৩৭বিকে মহাকাশে পাঠানো হয়। প্রতিবারই এটি ফিরে আসে। তবে এবারই প্রায় দুই বছরের বেশি সময় ধরে মহাকাশ যানটি মহাকাশে অবস্থান করছে।

আমেরিকার শত্রু রাষ্ট্ররা অভিযোগ করছে, মহাকাশভিত্তিক অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে অথবা গোয়েন্দা নজরদাড়ি করতে আমেরিকা মহাকাশ যানটিকে ‘গোয়েন্দা উপগ্রহ’ হিসেবে ব্যবহার করছে। তবে আমেরিকা বরাবর এসব অভিযোগ অস্বীকার করেছে

বাংলাদেশ সময়: ১১:৩০:২৯   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ