বাংলাদেশ থেকে এক হাজার রোহিঙ্গা যাচ্ছে ইউরোপ-আমেরিকায়!!

Home Page » প্রথমপাতা » বাংলাদেশ থেকে এক হাজার রোহিঙ্গা যাচ্ছে ইউরোপ-আমেরিকায়!!
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭



 Rohingya camp

বঙ্গ-নিউজঃ সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ থেকে এক হাজার রোহিঙ্গা আমেরিকা-ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে এক হাজার রোহিঙ্গাকে বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাসের সুযোগ করে দিতে কাজ করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের কিছু দেশে এক হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আর এই পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অনুমতি চেয়েছে ইউএনএইচসিআর বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান শিনজি কুবো।

তিনি বলেন, ‘যে রোহিঙ্গা শরণার্থীদের জরুরী চিকিৎসা দরকার কিন্তু এই দেশে তা সম্ভব হচ্ছে না। আবার কিছু শরণার্থীকে আগেই পুনর্বাসন করা হয়েছিল, তারা যাতে তাদের নিকট আত্মীয়-স্বজনদের কাছে নিতে পারে সে হিসেবে এক হাজার রোহিঙ্গা বাছাই করা হয়েছে।’

এবার বাংলাদেশ সরকারের অনুমতি পেলে বিভিন্ন দেশের সাথে চূড়ান্ত আলোচনা শুরু করবে সংস্থাটি। তবে বাংলাদেশ সরকার অনুমতি দেয় কিনা সেটাই দেখার বিষয়। ২০১২ সালে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে পুনর্বাসন প্রক্রিয়াটি স্থগিত করে দিয়েছিল সরকার।

কারণ বাংলাদেশ সরকার মনে করে এই প্রক্রিয়া চালু থাকলে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশে আরও অনুপ্রাণিত হবে। গত কয়েক মাসে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ করেছে।

উৎসঃ 24/7

বাংলাদেশ সময়: ১৩:৪০:৩৬   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ