অবশেষে মৃত্যু কাছে হার মানল বড়খাতার শিমা আক্তার!

Home Page » বিবিধ » অবশেষে মৃত্যু কাছে হার মানল বড়খাতার শিমা আক্তার!
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজ ডটকমঃ (মিজানুর) লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের শিমা আক্তার(২৮) নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যু কাছে হারমানল। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।অগ্নিদগ্ধ শিমা আক্তার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের নুর ইসলাম বুলুর দ্বিতীয় কন্য।দুই বছর আগে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি গ্রামের মোর্শেদ হোসেনের সাথে বিয়ে হয়।
ওই দম্পিতির চার মাসের এক কন্য শিশু রয়েছেন।পরিবার সুত্রে জানা গেছে,বড়খাতা গ্রামের নিজ বাড়িতে গত ২৮ জানুয়ারী শিমা আক্তার তার চার মাসের শিশু কন্যার জন্য দুধ গরম করতে রান্না ঘর যান।রান্না করার সময় তার নিজ কাপড়ে আগুন লেগে সে দগ্ধ হয়।আহত অবস্থায় তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স পার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে র্ভতির করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।তার চার মাসের ফুটফুটে শিশু কন্য রেখে মায়ের মৃত্যুটি কেউ মেনে নিতে পারছে না।তার বাবা নুর ইসলাম বুলু বলেন,অনেক চেষ্টা করেও মেয়েকে বাচাঁতে পালাম না।আল্লাহ যেন তার শিশু সন্তানকে বেঁচে রাখেন।বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০:০৪:৫৬   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ