দলীয় পদ থেকে খালেদা জিয়ার পদত্যাগ দাবি হাছান মাহমুদের

Home Page » প্রথমপাতা » দলীয় পদ থেকে খালেদা জিয়ার পদত্যাগ দাবি হাছান মাহমুদের
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭





আলোচনা সভায় হাছান মাহমুদ   বঙ্গনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দলীয় প্রধানের পদ থেকে পতত্যাগ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে যখন বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার দাবি জানিয়েছিলেন খালেদা জিয়া। আজ প্রমাণিত হয়েছে  পদ্মা সেতু নির্মাণ কাজে কোনও দুর্নীতি হয়নি। তাই যদি লজ্জা থাকে তবে অনতিবিলম্বে পদত্যাগ  করুন।’

বুধবার (১৫ ফেব্রয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতা হলে আয়োজিত এক আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন। ‘জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের মহাসড়কে, পদ্মার ঢেউ বিশ্ব ব্যাংকে, স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্রকারীর চরিত্রে করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া নতুন করে আবদার তুলেছেন নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবেন। আমি তাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংবিধান মতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংক অভিযোগ করলেও টিআইবি ও অতি উৎসাহী কিছু ষড়যন্ত্রকারী সোচ্চার ছিল বেশি। এসব ষড়যন্ত্রকারীদের উৎসাহ দিয়েছিল বিএনপি।’

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের যদি লজ্জা থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চান। আর যারা দ্বায়িত্বশীল পদে আছেন তারা পদত্যাগ করুন। যারা তৎকালীন মন্ত্রী আবুল হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছিল, আজ তাদেরই রিমান্ডে নেওয়া উচিত।’

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, চিত্রনায়িকা নতুন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, শাহাদত  হোসেন টয়েল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৫:০৬   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ