খেলার ধরন পাল্টাতে নারাজ সাকিব

Home Page » ক্রিকেট » খেলার ধরন পাল্টাতে নারাজ সাকিব
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭



বঙ্গনিউজ: ৮২ রানে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিনকে যে শটটা সাকিব খেললেন, তার জন্য হয়তো নিজেকে ক্ষমা করতে পারবেন না তিনি। দর্শকদের অন্তত তা-ই মনে হয়েছে। কিন্তু সাকিব বলছেন, তিনি যেভাবে খেলেছেন, তা তিনি বদলাতে পারবেন না। বদলালে নাকি তিনি আর সাকিবই থাকবেন না!

shakib does not want change his style of playing

হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথাই বলেছেন বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার। এ দিন ১০৩ বলে ৮২ রান করে আউট হন তিনি। তার খেলার ধরন দেখে মনে হয়নি, ভারতের বোলাররা তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারছেন। মনে হচ্ছিলো বড় এক ইনিংসই উপহার দিতে যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া সাকিব। কিন্তু আদতে তিনি করলেন কী— লুজ এক শট খেলে বিলিয়ে দিয়ে এলেন নিজের উইকেট। অথচ দল তখন পড়ে আছে গভীর সঙ্কটে।

দিন শেষের সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘দেখুন, আমি ইতিবাচকভাবেই ব্যাটিং করছিলাম। যে শটে আউট হয়েছি, সেটা ভালো হয়নি এটা বলতে পারি। আমি যদি তখন টিকে থাকতাম, তাহলে হয়তো ১০০ হয়ে যেতো। অনেক্ষণ ব্যাটিং করলে দলের জন্যও ভালো কিছু হতে পারতো। কিন্তু আমি এতো কিছু চিন্তা করে ব্যাটিং করি না।’

এবার নিয়ে ১৩তম বার ৮০-এর পরে গিয়ে আউট হলেন সাকিব। অর্থাৎ একটি ইনিংসেও সেঞ্চুরি পেতে পারতেন তিনি। সাকিব বলেন, ‘আসলে আমার কাজ হলো দলের জন্য অবদান রাখা। যদিও সেটা সব সময় হয়ে উঠে না। তবে আমি আমার খেলার ধরন বদলাবো না। তাহলে আমি আর সাকিব থাকবো না।’

নিউজিল্যান্ডের বিপক্ষেও একাধিকবার বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সাকিব। বাইরে থেকে সব সময়ই মনে হয়েছে, সাকিব যদি আরো মনোযোগী হন, তবে বাংলাদেশের ব্যাটিং লাইনে আরো একটু দৃঢ়তা বাড়ে।

সাকিব বলেন, ‘আমি এতো কিছু চিন্তা করে ব্যাটিং করি না। আমার শটস খেলতে ভালো লাগে। তাই খেলি। কখনো সফল হই। কখনো সফল হই না। এগুলো নিয়ে চিন্তাও করি না। আমার যেভাবে ভালো লাগে, আমি সেভাবেই খেলতে চাই।

বাংলাদেশ সময়: ১০:১৬:৪৯   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ