সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ১১ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশ

Home Page » সারাদেশ » সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ১১ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশ
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭



 

 

  • সাগর-রুনি (ফাইল ছবি)

     

 

 

 

 

আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ হবে বলে বৃহস্পতিবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়।

সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, “পাঁচ বছর পার হলেও আলোচিত এই হত্যাকাণ্ডের জড়িতদের এখনও চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়নি। চার্জশিট প্রদানের নামে দফায় দফায় সময় বাড়িয়ে কালক্ষেপণ করা হচ্ছে।”

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী সাগর-রুনী হত্যার পঞ্চম বার্ষিকীতে এই প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সব সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দিলেও তা না হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

তার পরের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হত্যাকাণ্ডের আট মাস পর এক সংবাদ সম্মেলনে বলেন, এই খুনে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারপরও তদন্তে অগ্রগতি না হওয়ার পর ডিবি ব‌্যর্থতা স্বীকার করে নিলে হাই কোর্ট র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।

তারপর চার বছর গড়ালেও এখনও এই হত‌্যাকাণ্ডের কূল-কিনারা হয়নি, যা নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন রুনির ভাই মামলার বাদী নওশের রোমানও।

৪৬ বার সময় নিয়েও প্রতিবেদন জমা না দেওয়ায় বর্তমান তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিনকে তলব করেছে আদালত।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবারও সাংবাদিকদের বলেন, “আমি এখনও আশাবাদী, যে কোন সময় র‌্যাব এটা উদঘাটন করবে এবং আপনাদের (সাংবাদিক) জানাতে পারবেন।”

বাংলাদেশ সময়: ১:৪৩:৪৪   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ