যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কবলে ৪ লাখের বেশি বাংলাদেশি

Home Page » প্রথমপাতা » যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কবলে ৪ লাখের বেশি বাংলাদেশি
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭



 

 

  • তুষার ঝড়ের কবলে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন এলাকা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

     

 

 

 

 

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫৫ মাইল বেগে বয়ে যায় এ তুষার ঝড়। এতে ওই এলাকাগুলোতে এরইমধ্যে কয়েক ইঞ্চি বরফ জমেছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিনের তথ‌্য।

তুষার ঝড়ের কারণে সন্ধ্যায় বিশেষ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক সিটি, নর্দার্ন নিউজার্সি, হাডসন ভ্যালি, ফিলাডেলফিয়া, কানেটিকাটের উপকূলীয় এলাকা এবং লং আইল্যান্ডের বাসিন্দারা পড়েছে এই শীতকালীন ঝড়ের কবলে।

নিউ ইয়র্ক শহর ও এর আশপাশের সব পাবলিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি লোকজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিয়ো।

নিউ জার্সি, লং আইল্যান্ড ও ফিলাডেলফিয়ায় পাবলিক স্কুল ছাড়াও অনেক সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

তুষার ঝড়ের কবলে পেনসিলভেনিয়া মহাসড়ক। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত নি্উ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে ৫০৮ ও লিবার্টি বিমানবন্দরে ৬০৭টি এবং লাগোয়ার্ডিয়া বিমানবন্দরে ৫৭২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।ফিলাডেলফিয়া বিমানবন্দরে পুরোপুরি বন্ধ ঘোষণায় বাতিল হয়েছে সহস্রাধিক ফ্লাইট।

সড়ক ও মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। বাস, রেল চলাচলেও স্থবিরতা এসেছে।

নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজোনপার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড, পার্কচেস্টার, স্টার্লিং এভিনিউ, ওয়েস্টচেস্টার, নিউ জার্সি ও প্যাটারসনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় সবগুলোতেই তালা ঝুলছে। রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও নেই ক্রেতার দেখা।

এসব এলাকায় ১২ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে বলে আবহাওয়া দপ্তর মনে করছে। রোড আইল্যান্ড ও লং আইল্যান্ডে ১৭ ইঞ্চি পর্যন্ত বরফ জমবে বলে বুলেটিনে জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৩৯:৪৩   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ