বিজিএমইএ ভবন ভাঙার পক্ষে দর্শনার্থীরা

Home Page » অর্থ ও বানিজ্য » বিজিএমইএ ভবন ভাঙার পক্ষে দর্শনার্থীরা
শনিবার, ৯ মার্চ ২০১৩



images5.jpgরাজধানীর হাতিরঝিল প্রকল্প দেখতে আসা ৭৮ শতাংশ দর্শনার্থী বিজিএমইএ ভবন ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, ভবনটি প্রকল্পের সৌন্দর্য নষ্ট করছে এবং এ ভবনের জন্যই প্রকল্পের ভবিষ্যত্ অস্তিত্ব সংশয়ে রয়েছে।
অন্যদিকে প্রকল্প দেখতে আসা মাত্র ২২ শতাংশ দর্শনার্থী ভবনটি না ভেঙে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পক্ষে মত দেন। তাদের মতে, ব্যয়বহুল ভবনটি না ভেঙে জনস্বার্থে ব্যবহার করা যেতে পারে। এজন্য পানি নিষ্কাশনে বিকল্প ব্যবস্থা রাখতে হবে। ভবিষ্যতে যাতে কেউ জলাধার দখল করে কোনো স্থাপনা গড়ে তুলতে না পারে খেয়াল রাখতে হবে সেদিকেও। নাগরিক সংহতির এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।গতকাল কারওয়ান বাজার মত্স্য আড়ত সংলগ্ন বটতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক সংহতি জরিপের এ তথ্য প্রকাশ করে। সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ জরিপের ফল তুলে ধরেন। হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প পরিদর্শনে আসা এক হাজার দর্শনার্থীর কাছ থেকে আটটি প্রশ্নের ওপর ভিত্তি করে এ জরিপ তৈরি করা হয়।
জরিপে বলা হয়, পানি নিষ্কাশনের জন্য ঢাকা শহরের বেদখল হওয়া খালগুলোকে দখলমুক্ত করতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ৯৮ শতাংশ দর্শনার্থী। হাতিরঝিল প্রকল্পে চলাচলে নিরাপত্তা ও প্রকল্প ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন ৭২ শতাংশ দর্শনার্থী। ২৮ শতাংশ দর্শনার্থী প্রকল্পের সড়কগুলোতে গাড়ির গতি নিয়ন্ত্রণ ও পথনির্দেশনা থাকা প্রয়োজন বলে অভিমত দেন।
দর্শনার্থীরা জরিপের জন্য আটটি প্রশ্নের উত্তর দেন। এতে অংশগ্রহণকারী শতভাগ দর্শনার্থী বলেছেন প্রকল্পটি বাস্তবায়ন সরকারের একটি ভালো কাজ এবং নগরবাসীর জন্য এ ধরনের আরও প্রকল্প নেওয়া উচিত। বুড়িগঙ্গাসহ পাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত করে বিনোদন কেন্দ্র গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন ৯৬ শতাংশ দর্শনার্থী। হাতিরঝিলের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ৭২ শতাংশ দর্শনার্থী। বর্জ্য ব্যবস্থাপনায় দর্শনার্থীদের সচেতন হতে বলেছেন ৮৩ শতাংশ এবং এ ধরনের প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কথা বলেছেন শতভাগ দর্শনার্থী।

বাংলাদেশ সময়: ৯:২৯:০৭   ৫৭৭ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ