কিবোর্ড বানানোর নতুন ওয়ার‍্যাবল ডিভাইস (ভিডিও)

Home Page » এক্সক্লুসিভ » কিবোর্ড বানানোর নতুন ওয়ার‍্যাবল ডিভাইস (ভিডিও)
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭



9c5cf6fbee40cd7fa69bfdd3c8bdfd7d.jpgখোকন : টাচস্ক্রিন যারা দেখছেন, দেখছেন বলছি এ কারণে যে, এখনো যে দেখা শেষ হয়নি। এরই ভেতর আরেক বিস্ময় এসে হাজির। হ্যাঁ, নতুন এক ডিভাইস এসেছে যার সাহায্যে যেকোনো কিছুকে আপনি বানিয়ে ফেলতে পারবেন কিবোর্ড। তা সেটা আপনার টেবিল হোক অথবা আপনার দেহ!

যেকোনো পৃষ্ঠকেই কিবোর্ড বানানোর জন্যে আপনাকে একটি পরিধেয় প্রযুক্তি বা ওয়ার‍্যাবল ডিভাইস পরতে হবে। হাতের পাঁচ আঙুলে এর পাঁচটি ছিদ্রে প্রবেশ করিয়ে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে নিন আপনার যেকোনো ব্যবহার্য ইলেকট্রনিক্স। তা সেটা হতে পারে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব কিংবা কম্পিউটার। ব্লুটুথ সংযোগ যতদূর পাওয়া যাবে ততদূর পর্যন্ত আপনি যেকোনো পৃষ্ঠকে বানাতে পারবেন কিবোর্ড। তবে আপনাকে এর টাইপিং পদ্ধতি জানতে হবে।

কোন আঙুলের ছোঁয়ায় বড় হাতের হরফ কিংবা কোন আঙুলের দ্বারা ছোট হাতের হরফ এগুলো আপনাকে আগে থেকে আয়ত্তে আনতে হবে। সেক্ষেত্রে এটা আপনাকে দিতে পারে অনেক সুবিধা। আপনি সাইকেল চালাচ্ছেন কিংবা ড্রাইভ করছেন গাড়ি, হাতের স্টিয়ারিং কিংবা সাইকেলের হাতলকে বানিয়ে ফেলতে পারবেন কিবোর্ড।

আর এই ডিভাইসটি কাপড়ের মতো বস্তু দিয়ে তৈরি হওয়ায় পরতে সুবিধা আছে। একই সঙ্গে এটি পরে আঙুল সহজে নড়াচড়া করা যায়। ট্যাপ সিস্টেম ইনকোর্পোরেশনের নতুন এই পণ্যটির নাম হচ্ছে ‘ট্যাপ স্ট্র্যাপ’। ট্যাপ স্ট্র্যাপে কাজ করতে হলে আপনাকে তার নিয়মকানুন শিখতে হবে। তবে এটা শেখার জন্যে তাদের একটি অ্যাপ আছে, যেখানে আপনি ঘণ্টা খানিক গেম খেললেই নাকি এই টাইপিং পদ্ধতি অনেকটা আয়ত্তে এসে যাবে। প্রতিষ্ঠানটি জানাচ্ছে, এ বছরের আগস্ট নাগাদ তাদের এই পণ্যটি বাজারে পাওয়া যাবে। আর সেটার জন্যে আগ্রহি ক্রেতাগণ চাইলে এই কোম্পানির ওয়েবে গিয়ে ‘ওয়েটলিস্ট’ এ যোগ দিতে পারেন।

বঙ্গ-নিউজ/ঢাকা/৭ ফেব্রুয়ারী ২০১৭/খোকন

বাংলাদেশ সময়: ১১:১৬:০২   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ