বঙ্গনিউজঃ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ১০ জনের একটি শর্ট লিস্ট নিয়ে রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবে সার্চ কমিটি। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিতব্য বৈঠকে ইসি গঠনের জন্য প্রস্তাবিত ১০ জনের নাম প্রকাশ করতেও রাষ্ট্রপতিকে অনুরোধ করবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সার্চ কমিটি। এছাড়া বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসা পরামর্শের সংক্ষিপ্তসারও রাষ্ট্রপতির কাছে জমা দেবেন তারা। তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে বিকেলে সার্চ কমিটির পূর্ব নির্ধারিত বৈঠকে নাম চূড়ান্ত করা হবে। এরপরই সন্ধ্যায় ১০ জনের চূড়ান্ত তালিকা নিয়ে সার্চ কমিটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির একজন সদস্য জানান, ‘যেসব প্রক্রিয়ায় ইসি গঠনের জন্য তারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বাছাই করেছেন, সেই প্রক্রিয়াও রাষ্ট্রপতিকে জানানো হবে। বেশ কিছু যুক্তি তুলে ধরে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির জোর সুপারিশ থাকবে, তাদের বাছাই করা ১০টি নাম যেন ইসি গঠনের আগে সম্ভব হলে যেন প্রকাশ করা হয়।’
এদিকে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের পর তৈরি শর্ট লিস্টে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম জনসমক্ষে প্রকাশের দাবি ওঠে। বিশিষ্টজনরা দাবি করেন, সার্চ কমিটির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে তুলতে নাম প্রকাশ করা উচিত। এছাড়া নাম প্রকাশিত হলে যোগ্যতা পর্যালোচনা ও যোগ্যদের তথ্য যাচাই-বাছাই করার ক্ষেত্রে স্বচ্ছতা রক্ষিত হবে।
উল্লেখ্য, সার্চ কমিটি দুই দফায় ১৬জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে। সেখানে তারা বিভিন্ন পরামর্শ গ্রহণ করেছেন। সার্চ কমিটির বাছাই করা চূড়ান্ত নামগুলো জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছিলেন বিশিষ্টজনরা। বিশিষ্টজনরা ইসি গঠনের জন্য কোনও নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেননি। সার্চ কমিটিও কোনও নাম তাদের কাছে চায়নি। তবে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি।
সংশিষ্ট একটি সূত্র জানায়, সার্চ কমিটির বাছাই করা নাম জনসমক্ষে প্রকাশ করার যে দাবি উঠেছে, তাতে ইতিবাচক অবস্থান রয়েছে কমিটির সদস্যদের। তারা নিজেদের ভেতরে বসা বৈঠকে নাম প্রকাশের প্রস্তাব করেছেন সার্চ কমিটির প্রধানের কাছে। যুক্তি হিসেবে তারা বলেছেন, শর্ট লিস্টে থাকা ব্যক্তিদের নাম প্রকাশিত হলে তাদের দায়িত্ব পালনের বিষয়টি অধিকতর স্বচ্ছ হবে জনগণের কাছে। এসব আলোচনায় কমিটির প্রধান সরাসরি কোনও প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও নাম প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সার্চ কমিটির সদস্যরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’ এরপর আর ফোন দিয়ে কথা বলা সম্ভব হয়নি।
জানা গেছে, সার্চ কমিটি ৬ ফেব্রুয়ারি সোমবার বিকালে জাজেস লাউঞ্জে আবার বৈঠকে বসবে। সেখানে সর্বশেষ যাছাই-বাছাই ও পর্যালোচনা শেষ করে নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করতে পারেন এমন ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে তা জমা দেবে সার্চ কমিটি।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়ে সার্চ কমিটি গঠন করেন। সে অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কমিটির ১০ কার্যদিবস শেষ হতে চলেছে।
সংশ্লিষ্ট দু’টি সূত্র জানায়, ‘অন্তত এক কার্যদিবস হাতে রেখেই নিজেদের বিবেচনায় সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির হাতে পৌঁছে দিতে চায় সার্চ কমিটি। এরই অংশ হিসেবে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা যাচ্ছেন সার্চ কমিটির সদস্যরা।
বাংলাদেশ সময়: ৯:৪৬:৩৮ ৩৬১ বার পঠিত