ইন্টারনেট সেবাদানকারী ৬৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

Home Page » প্রথমপাতা » ইন্টারনেট সেবাদানকারী ৬৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭



ইন্টারনেট সেবাদানকারী ৬৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

বঙ্গ-নিউজঃ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নবায়ন না করায় সাইবার ক্যাফেসহ ৬৮টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিটিআরসি হতে ইস্যুকৃত আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্সের শর্তানুযায়ী আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই নবায়নের আবেদন করার বিধান রয়েছে।এই প্রতিষ্ঠানসমূহ তাদের অনুকূলে ইস্যুকৃত আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নবায়নের জন্য কমিশন বরাবর আবেদন না করায় উক্ত প্রতিষ্ঠানসমূহের অনুকূলে ইস্যুকৃত আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্স অবৈধ ও অকার্যকর। সুতরাং, উক্ত মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সসমূহের অধীনে সকল কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠানের আর কোন বৈধতা নেই ফলে তাদের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্স বাতিল করা হলো।

উক্ত প্রতিষ্ঠানসমূহকে সকল প্রকার আইএসপি সংক্রান্ত কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করে প্রতিষ্ঠানসমূহের নিকট কমিশনের সকল পাওনা আগামী এক মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এবং পাবলিক ডিম্যান্ডস রিকভারি অ্যাক্ট, ১৯৯৩ এর বিধান মোতাবেক মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:১৩   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ