অ্যাটলেটিকোকে হারিয়ে সেমিতে এক পা মেসি, সুয়ারেজদের (ভিডিও)

Home Page » আজকের সকল পত্রিকা » অ্যাটলেটিকোকে হারিয়ে সেমিতে এক পা মেসি, সুয়ারেজদের (ভিডিও)
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭



messi-1485975803466.jpgক্রীড়া ডেস্ক : স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ বিশ্বের যে কোনো বড় ক্লাবের জন্যই ত্রাস। ইউরোপের জায়ান্টক্লাবগুলোর মতো তারাও শিরোপার অন্যতম দাবিদার।

স্প্যানিশ কোপা দেল’রের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল রাতে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছে বার্সেলোনা। ভিসেন্তে ক্যালদেরনের হাড্ডাহাড্ডি ওই লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। কোপা দেল’রের ফাইনাল নিশ্চিত করার পথে বার্সার হয়ে একটি করে গোল করেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। অন্যদিকে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন আঁতোয়ান গ্রিজমান।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৭ মিনিটেই লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।হাভিয়ের মাশ্চেরানোর বাড়িয়ে দেওয়া বল থেকে দারুণ নৈপুণ্যে অ্যাটলেটিকোর জাল কাঁপান উরুগুয়ের এ স্ট্রাইকার। ম্যাচের ৩৩ মিনিটে ভিসেন্তে ক্যালদেরনের দর্শকদের আরও একবার স্তব্দ করে দেন বার্সা শিবিরের সেরা স্ট্রাইকার মেসি। ইভান রাকিতিচের কাছ থেকে পাওয়া বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে বা পায়ের দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন আর্জেন্টাইন সুপারস্টার।বিশ্রাম শেষে মাঠে নেমে চেনামাঠে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৫৯ মিনিটে গ্রিজমানের নৈপুণ্যে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে ডিয়েগো গডিনের হেড করে ছয় গজ বক্সে বাড়ানো বল ফিরতি হেডে জালে জড়ান ফরাসি তারকা। ছয় মিনিট পর গ্রিজমানের আরও একটি গোল দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক।

ম্যাচের শেষ ১০ মিনিটে দু’দলের খেলোয়াড়রা দুর্দান্ত লড়াই করলেও গোলের দেখা পায়নি কোনো দলের খেলোয়াড়রা। ফলে ২-১ ব্যবধানে হারের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে। অন্যদিকে সেমিফাইনালের প্রথম লেগে জিতে কোপার ফাইনালে এক পা দিয়ে রাখল লুইস এনরিকের বার্সেলোনা।

অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার খেলার হাইলাইটস ভিডিও

বাংলাদেশ সময়: ১১:৪৯:৪১   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ