চিরায়ত- রোকসানা লেইস

Home Page » সাহিত্য » চিরায়ত- রোকসানা লেইস
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭



 

আজ রাত ভালোবাসার চোখের জলে স্বপ্ন আঁকার ।

মেয়ে, তুমি মিশে যাও নদীর স্রোতে ।

ভয় পেওনা এমনই তো আসছে চলে আদি কালের কল্পকথা।

এমনই তো হওয়ার কথা, মন দেয়া নেয়া, দূরের কথা বিছানাতে বাজনা বাজা।

রাত পোহানোর আগেই জেগে উঠবে এবং দুহাত, পায়ে ছুটবে।

সব ঠিকঠাক নয় কোন ভুল একেকবারে নিখুঁত যেন অভিজ্ঞ জন।

সদ্যফোটা কিশোরী সে দূরের কথা।

ভাবনাতেও ঠাঁই দিও না এমন কথা। ভয় পেওনা, চলতে চলতে শিখেই যাবে।

মুখের উপর দু এক কথা বলে উঠবে মনের ভুলে, আপন ভেবে।

তার খেসারত দিতে হবে দুচার ঘা শরীর জুড়ে। রক্ত পরে?

এমন কিছু নয়; খাবার বারো মনের সুখে হাত পাখাতে বাতাস করো।

শরীরটাকে দাও জুড়িয়ে ।

ধকল গেছে বড্ড আজ, কাজের শেষে মারও ছিল।

ভয় পেও না, রাতে আবার পুসিয়ে দেবে, ভালোবেসে বিছানা বাদন বাজিয়ে দিবে।

একটির পর দুটি শিশু এসেই যাবে এবার পেটে।

এভাবেই তো চলছে এবং চলবে চিরায়ত জীবন ধরে।

চলতে দাও র্নিবিবাদে……সতী সাব্ধী ভালো মেয়ের উপমাটি আরকে পাবে তুমি ছাড়া।

এর বাইরে বেশী হলে নেহায়েত শুধু পরবে মারা

বাংলাদেশ সময়: ২১:৪৮:২৯   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ