সরকারি ড্রেন ভেঙ্গে ইট চুরির অভিযোগ!

Home Page » বিবিধ » সরকারি ড্রেন ভেঙ্গে ইট চুরির অভিযোগ!
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :সরকারি গভীর নলকূপ দেখভালের দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে পাকা ড্রেন ভেঙ্গে ইট ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি কদমতলা নামক স্থানে। এ ঘটনায় সেখানকার কৃষকরা চলতি ইরি-বোরো মৌসুমে ধান চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন।
জানা গেছে, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর কদমতলা নামক স্থানে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কৃষকদের সেচ সুবিধার জন্য একটি গভীর নলকূপ স্থাপন করেন।
উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে গত ২ বছর পূর্বে প্রায় ৭ লক্ষাধিক টাকা ব্যয়ে সেচ সুবিধার জন্য ড্রেনগুলো ইট দিয়ে নতুন করে নির্মাণ করা হয়। এ গভীর নলকূপের মাধ্যমে সেখানকার কয়েকশ কৃষক সেচ সুবিধা ভোগ করে আসছেন।
গভীর নলকূপ ও সেচ পরিচর্যার জন্য কেয়ারটেকার হিসেবে দেখাশুনা করে আসছেন একই এলাকার নুর ইসলাম, আব্দুল্লাহ, আব্দুল মান্নান, আবু সাঈদ ও আবু তালিব।
কিন্তু হঠাৎ করে গত ২ দিন আগে এ ৫ জন কেয়ারটেকার সরকারি ড্রেন ভেঙ্গে প্রায় ৫০ হাজার ইট ভাগবাটোয়ারা করে নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। আর এসব ইট তারা বাড়ির কাজে ব্যবহার করছেন। ফলে বিপাকে পড়তে হয়েছে সেখানকার কৃষকদের। তারা বাধা দিতে গেলেও কোন কর্ণপাত করা হয়নি।
নামুড়ি কদমতলা এলাকার কৃষক একরামুল হক জানান, দীর্ঘদিন যাবত এ গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। অথচ হটাৎ করে রাতারাতি কেয়ারটেকাররা পাকা ড্রেনগুলো ভেঙ্গে ইট ভাগবাটোয়ারা করে নিয়ে যাওয়ায় সেচ নিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে।
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ লালমনিরহাটের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ড্রেনগুলো ভাঙ্গার জন্য কোন অনুমতি তাদের দেয়া হয়নি। ড্রেনগুলো ভেঙ্গে তারা ভুল করেছে।
তিনি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী উপজেলা সেচ কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক কাজ করার কথা ছিল কিন্তু তা তারা করেনি।
আদিতমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত জানান, নিয়ম অনুযায়ী সরকারী ড্রেনগুলো তারা কাউকে না জানিয়ে ভাঙ্গতে পারে না। তিনি আরও জানান, এ বিষয়ে উপজেলা সেচ কমিটির কোন মিটিংও করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান (ই,লা,প্র)।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৪৫   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ