নিষেধাজ্ঞায় ভিন্নমত, মার্কিন কূটনীতিকদের স্মারকলিপি

Home Page » প্রথমপাতা » নিষেধাজ্ঞায় ভিন্নমত, মার্কিন কূটনীতিকদের স্মারকলিপি
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই সাত মুসলিম দেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার বিরুদ্ধে আমেরিকার বহু কূটনীতিক ভিন্নমত জানিয়ে একটি খসড়া স্মারকলিপি তৈরি করেছেন।

donald trump usa

স্মারকলিপিতে তারা বলছেন, মুসলিম দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকাকে সন্ত্রাসের হাত থেকে রক্ষার ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। এতে দেশটি আরো ক্ষতিগ্রস্ত হবে।

এই স্মারকলিপিতে বিভিন্ন দেশে নিযুক্ত আমেরিকার কূটনীতিকরা সই করেছেন। এটি অন্যান্য বহু কূটনীতিক ও তাদের সহযোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জন্য একটি বেমানান পদক্ষেপ নিয়েছেন। ভিসা বন্ধ করে আমেরিকাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার উদ্দিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না।

স্মারকলিপিতে আরো বলা হয়, মুসলিম প্রধান দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা ‘ইসলামের বিরুদ্ধে হামলা’ হিসেবে বিবেচিত হচ্ছে। তাছাড়া, যেসব দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এসব দেশ থেকে আমেরিকায় কোন হামরার ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে। তাই এই সিদ্ধান্ত সন্ত্রাস বন্ধে অাদতে কোন ফলাফল বয়ে আনবে বলে মনে করছেন এসব কূটনীতিক।

গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন যেখানে ইরান, ইরাক, সিরিয়া, সুদান, লিবিয়া, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের ৯০ দিনের জন্য এবং সব ধরনের শরণার্থীদের ১২০ দিনের জন্য আমেরিকায় প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। তবে, সিরিয়ার শরণার্থীদের এই নিষেধাজ্ঞা ‘অনির্দিষ্টকালের জন্য আরোপিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৭   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ