প্রবাসীদের সম্পত্তি হারানোর ভয় নেই: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » প্রবাসীদের সম্পত্তি হারানোর ভয় নেই: প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭





প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)‘  বঙ্গনিউজঃ নাগরিকত্ব আইনে প্রবাসী বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। বাংলাদেশি বংশোদ্ভূতরা নিজ দেশের সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। তারা সম্পত্তি হারাবেন না।’ সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রবাসীদের এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক মন্ত্রী বাংলা টিবিউনকে এ কথা বলেছেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকের অনির্ধিারিত আলোচনায় প্রবাসীদের বিষয়টি উঠে আসে বলে জানান সরকারের সিনিয়র এক মন্ত্রী। তিনি বলেন, ‘এটা নিয়ে প্রবাসীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’
মন্ত্রিসভায় সম্প্রতি অনুমোদন পাওয়া নাগরিকত্ব আইন নিয়ে দেশের সম্পত্তির মালিকানা নিয়ে প্রবাসীরা জটিলতায় পড়বেন এমন আশঙ্কা জানান। এ ইস্যুতে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনাও করেন প্রবাসীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে ১১ জানুয়ারির এক বৈঠকে একই আশঙ্কার কথা জানান বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের ব্রেন্ট বার কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ।
এসবের প্রেক্ষিতেই মন্ত্রিসভায় উঠে আসে এই আইনের প্রসঙ্গ। মন্ত্রিসভার সিনিয়র একজন সদস্য বলেন, ‘প্রবাসীদের সম্পত্তি নিয়ে জটিলতার বিষয়টিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্বিগ্ন না হওয়ার কথা বলেন। বিদেশিরা মালিকানা হারাবেন না বলেও প্রধানমন্ত্রী আশ্বাস দেন।’
তথ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে পারভেজ আহমেদ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা চান। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এক কোটি ২৫ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। তারা স্বর্ণ-প্রবাসী। তাই প্রবাসীরা যেন সুষ্ঠুভাবে নিজ দেশে সব ধরনের সুবিধা পান এবং কোনও জটিলতা ছাড়াই তারা দেশে থাকতে পারেন, সে ব্যবস্থা নেবে সরকার।’ প্রবাসীদের সম্পত্তিসহ সব ধরনের অধিকারই বলবৎ থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১:০৮:০৪   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ