ইসি গঠন: মঙ্গলবার সার্চ কমিটিকে নাম দেবে আ. লীগ

Home Page » জাতীয় » ইসি গঠন: মঙ্গলবার সার্চ কমিটিকে নাম দেবে আ. লীগ
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭










গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের বৈঠক। (ছবি: পিআইডি)   বঙ্গনিউজঃ সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সম্ভাব্য ইসি সদস্যের প্রস্তাব করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার সার্চ কমিটির কাছে নামের তালিকা দেবে ক্ষমতাসীন দলটি। সোমবার রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় দীর্ঘ আলোচনার পর নাম দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা  এ তথ্য জানান।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের কাছে নির্বাচন কমিশনের সম্ভাব্য সদস্যদের নাম আহ্বান করেন। কেন্দ্রীয় নেতারা সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করলে প্রধানমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটি যেহেতু এই প্রক্রিয়া শুরু করেছে, সেহেতু নাম দিয়ে সম্মান জানানো উচিত।’ এরপর দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্চিনিয়ার মোশাররফ হোসেন এবং উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নাম পছন্দ করার দায়িত্ব শেখ হাসিনার ওপর ছেড়ে দিতে চাইলে তিনি বলেন, ‘নাম আপনারাও প্রস্তাব করেন।’ এরপর কেন্দ্রীয় নেতারা চিরকুটে লিখে পছন্দের ব্যক্তিদের প্রস্তাব করে তা একটি বাক্সে রাখেন।

বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, দলীয় প্রধান শেখ হাসিনা আগামীকাল দলের সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাদের সঙ্গে বসে কাগজে লিখে দেওয়া নামগুলো থেকে নাম চূড়ান্ত করবেন। এরপর মঙ্গলবারই সার্চ কমিটির কাছে নাম জমা দেবে আওয়ামী লীগ।’



এর আগে সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী দিনের নির্বাচনগুলোও সেভাবে অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘আমরা চাই জনগণ ভোট দেবে। তারা নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাদের এখতিয়ার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। মানুষ শান্তি চায়, না অশান্তি বেগমের অশান্তি চায়, সে সিদ্ধান্ত তারাই নেবে।’

এদিকে আওয়ামী লীগের মধ্যে যাদের লেখার হাত আছে, তারা যেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, দলের কর্মপরিকল্পনা ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে গণমাধ্যমে লেখার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১:০৪:২৩   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ