পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ভারতে পাচারের চেষ্টা,থানায় পাঁচ যুবকের নামে মামলা!

Home Page » বিবিধ » পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ভারতে পাচারের চেষ্টা,থানায় পাঁচ যুবকের নামে মামলা!
রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাট জেলার পাটগ্রামে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ভারতে পাচার চেষ্টার ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার ১নম্বর আসামী সোহেলকে আজ রবিবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে,ঐ ছাত্রী পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাংগাটারি এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় এক রাজনীতিকের মেয়ে,বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মামলার এক নম্বর আগামীসহ অন্য চারজনও একই ওয়ার্ডের ডাংগাটারী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। থানা সূত্রে জানা গেছে,বাউরা ইউপির ১নং ওয়ার্ডের ডাংগাটারী এলাকার মফিজার রহমানের ছেলে ১ নম্বর আসামী মো.সোহেল (১৮)সহ একই এলাকার(১৯),ঘুটুর ছেলে রাশিদুল,আশরাফ আলীর ছেলে সুমন(২০),আব্দুল মালেকের ছেলে সাহাজুলের নামে অপহরণ মামলাটি দায়ের করেছেন ঐ ছাত্রীর বাবা ।
জানা গেছে,২৭জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে আসামী সোহেল ও তার সহযোগীরা ঐ ছাত্রীকে ভারতে পাচারের উদ্দেশ্যে বাড়ি থেকে অপহরণ করে। পরে শিশুটিকে তার বাবা-মা বাড়িতে খুঁজে না পেয়ে আশপাশের এলাকার খোঁজাখুজি শুরু করে।
অপহরণের বিষয়টি চাউর হলে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন সিজু ও বাউরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাবিউল হক মিরণ ও স্থানীয়রা কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতীর কাটা তারের বেড়ার পাশে ভুট্টা ক্ষেত থেকে রাত দুইটার দিকে উদ্ধার করে।মেয়েটির বাবা এ প্রতিবেদককে জানিয়েছেন,আমার শিশু মেয়েটিকে আসামী সোহেলসহ অন্যান্যরা ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে কয়েক ঘন্টা ধরে নির্যাতন করে। পরে রাত দুইটার দিকে স্থানীয়দের সহযোগিতায় আমার মেয়েটিকে উদ্ধার করা হয়।
অপহরণ ও মামলার বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার তদন্ত ওসি মাহফুজ আলম জানিয়েছেন,আসামীকে আজ রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:১৩   ৪৩৭ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ