“ড. ইউনূস বলেন আফ্রিকাই হবে খাদ্য ও শক্তির উৎস “

Home Page » বিশ্ব » “ড. ইউনূস বলেন আফ্রিকাই হবে খাদ্য ও শক্তির উৎস “
মঙ্গলবার, ৪ জুন ২০১৩



yunus20130604071911.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  আফ্রিকাই ভবিষ্যতে সারা বিশ্বের খাদ্য ও শক্তির উৎস হবে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস। পুরো আফ্রিকা জুড়ে তখন প্রবৃদ্ধির হার দুই অংকে পৌঁছাবে বলেও দৃঢ় আশা ব্যক্ত করেন তিনি।গত ৩১ মে আফ্রিকা ডেভেলপমেন্ট ব্যাংকের (এএফডিবি) পরিচালনা পর্ষদের ২০১৩ সালের বার্ষিক সভার সমাপনী মধ্যাহ্নভোজে প্রধান বক্তা হিসেবে ইউনূস এসব কথা বলেন। ব্যাংকের প্রেসিডেন্টের আমন্ত্রণে মরক্কোর মারাকেশ শহরে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন তিনি।

বক্তব্যে আফ্রিকা অঞ্চলে মানবসম্পদের শক্তির উপর গুরুত্বারোপ করে ইউনূস বলেন, “কেউ বেকার থাকবে না। মানুষের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। বিশ্বে সামাজিক ব্যবসার জন্য সবচেয়ে উপযোগী জায়গাগুলোর একটি হলো আফ্রিকা।”

এর আগে এএফডিবির মানব উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত সামাজিক ব্যবসা বিষয়ক এক সেমিনারে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে ড. ইউনূসের সংগঠন ইউনূস সোশ্যাল বিজনেস এএফডিবির সঙ্গে হলিস্টিক সোশ্যাল বিজনেস মুভমেন্ট ইন আফ্রিকা (এইচএসবিএম) নামে একটি প্রকল্প চালু করে। এর আওতায় প্রাথমিকভাবে তিউনিশিয়া ও উগান্ডায় সামাজিক ব্যবসা ও এর প্রসার নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালানো হবে। পরবর্তীতে মিশর, তানজানিয়া, সেনেগাল, আইভরি কোস্ট, টোগো ও মরক্কোতেও এর প্রসার ঘটানো হবে

বাংলাদেশ সময়: ২০:২০:৪২   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ