১০ কোটি বছর আগের পোকা

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ১০ কোটি বছর আগের পোকা
রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭




 

১০ কোটি বছর আগের পোকা

  বঙ্গনিউজঃ  ১০ কোটি বছর আগের পোকা। মাথাটি দেখতে অনেকটা ত্রিভূজ আকৃৃতি। মাথার দুই পাশ থেকে বেরিয়ে আসছে খুব বড় বড় দুটি চোখ। তিন শুঁড় যুক্তাকার পোকাটি। সাধারণত ডিসকভারিতে এ ধরনের পোকা দেখানো হয়। দেশে এমন পোকার সন্ধান আগে পাওয়া যায়নি।

মিয়ানমারের হুকুয়াং উপত্যকার খনি এলাকার ঘন জঙ্গলে গাছের বাকলের ভেতর সন্ধান মেলে তিনমাথা এ পোকার। কোনো প্রকার ডানা ছাড়ায় গাছের বাকলের ভেতর দেখা যায় এ পোকাকে। মূলত গাছের ছাল বা কাণ্ডের ফাটলের মধ্যেই থাকে।
   
পৃথিবীতে এখন পর্যন্ত যে ১০ লাখ প্রজাতির পোকার অস্তিত্বের প্রমাণ মিলেছে, আর তাদের যে ৩১টি গোত্র রয়েছে, তার একটিরও সঙ্গে চেহারা, চরিত্র, গোত্র বা বংশপরম্পরায় মেলে না এ প্রজাতির পোকাটির। এ পোকার জন্য একেবারে নতুন একটি গোত্র বা শ্রেণি বাছাই করেছেন বিজ্ঞানীরা। বৈজ্ঞানিক নাম ‘এথিওকেয়ারনোডিয়া’।

যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির পতঙ্গবিদ্যার ইমেরিটাস অধ্যাপক জর্জ পয়েনারের নেতৃত্বে একদল গবেষক এ পোকার সন্ধান পেয়েছেন। তাঁদের গবেষণাপত্রটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ক্রেটাশিয়াস রিসার্চ’-এ প্রকাশিত হয়েছে। থাকার জায়গা বা খাদ্যের অভাবেই ১০ কোটি বছর আগে এই বিরল গোত্র ও প্রজাতির পোকারা বিলুপ্ত হয়ে যায় বলে গবেষকরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:২৮:০০   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ