চীন-রাশিয়ার হুমকি উপেক্ষা করে বসানো হচ্ছে ‘থাড’

Home Page » প্রথমপাতা » চীন-রাশিয়ার হুমকি উপেক্ষা করে বসানো হচ্ছে ‘থাড’
শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ উত্তর কোরিয়ার যে কোনও ধরণের হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া সীমান্তে বসানো হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’। ‘থাড’ মোতায়েন করতে বেশি দেরি করা হবে না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিয়ো আন।

thaad in south korea boarderদক্ষিণ কোরিয়া সীমান্তে বসানো হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’। ফাইল ছবি

এদিকে দক্ষিণ কোরিয়া সীমান্তে ‘থাড’ মোতায়েনের তীব্র বিরোধিতা করে আসছে চীন ও রাশিয়া। তবে দেশ দুটির কথায় কান না দিয়ে শীঘ্রই ‘থাড’ মোতায়েন করা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া ক্রমাগতভাবে তাদের পরমাণু কর্মসূচি বাড়াচ্ছে। পিয়ংইয়ং জাতিসংঘসহ শান্তিপ্রিয় সকলকে কেয়ার না করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। এসব বিষয় দক্ষিণ কোরিয়ার জন্য ‘ঝুঁকির’ কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই ‘থাড’ মোতায়েনের ক্ষেত্রে বিলম্ব করা হবে না।’

প্রায় এক বছর আগে দক্ষিণ কোরিয়া ও তাদের মিত্র রাষ্ট্র আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের বিষয়ে একমত হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, ‘উত্তর কোরিয়ার চোখ রাঙানি থেকে বাঁচতে দক্ষিণ কোরিয়ায় এই ব্যবস্থা মোতায়েন করা হবে।

এদিকে উত্তর কোরিয়া ও চীন দাবি করেছে, দক্ষিণ কোরিয়ায় থাড ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে আমেরিকা এই অঞ্চলেও আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ কোরিয় উপদ্বীপের পরিস্থিতি কঠিন করে তোলবে।

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী উপদ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ‘থাড’ মোতায়েনের তীব্র বিরোধিতা করেছে রাশিয়াও। মার্কিন যুক্তরাষ্ট্রকে থাড স্থাপন না করার জন্য হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে থাড মোতায়েনে কোরিয়ার সীমান্তবর্তী উপদ্বীপে অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে বলে মনে করছে দেশটি। রাশিয়া থাড মোতায়েনে আমেরিকাকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সীমান্তে মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কারণে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর উত্তর-পূর্ব এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। পরবর্তিতে দেশটির পরমাণু বিষয়ক সমস্যার সমাধান করা কঠিন হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১০:২৩:০৪   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ