আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে যাবো : আইভী

Home Page » জাতীয় » আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে যাবো : আইভী
বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭



 

 

 

 

বঙ্গনিউজঃ  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি যতদিন বেচেঁ থাকবো বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে আওয়ামী লীগের রাজনীতি করে যাবো। দলের সুখ আর দুঃখ যাই থাকুক কোনো দিন দল থেকে বিচ্যুতি হবো না।

তিনি আরো বলেন, আমার বাবা কোনোদিন আওয়ামী লীগের সাথে বেঈমানী করেননি। তিনি যতদিন বেঁচে ছিলেন, ততদিন দলের জন্য কাজ করে গেছেন। আমি তারই কন্যা। আমার বাবার সেই নীতি আকড়ে ধরে মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে যাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশবাসির কাছে তুলে ধরবো।

আজ বুধবার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক মতবিনিময় সভায় আইভী একথা বলেন। 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, যুগ্ম-সম্পাদক মহীউদ্দিন আহমেদ মহী, মঞ্জুরুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল ও দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

নাসিক নির্বাচনে যুবলীগের ভূমিকার প্রশংসা করে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, যেকোনো সংগঠন থেকে আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে দলের উন্নয়ন এবং নানা ধরনের প্রকাশনা প্রকাশ করে দেশবাসির সামনে তুলে ধরছে।

সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, গণতন্ত্র উন্নয়ন ও স্থিতিশীলতার পথে প্রধান সম্পদ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’। তাই আজ বাংলাদেশ খাদ্য আমদানির দেশ নয় খাদ্য রফতানির দেশ। বাংলাদেশের চাল রফতানি হয়, রফতানি হয় চিনি, ওষুধ, ফলমূল, সবজি, মাছ। এমনকি বিশ্বের কারখানা হবে দক্ষিণ এশিয়ার এই বাংলাদেশ।

দেশবাসী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রত্যাখান করেছে উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের পরীক্ষিত বন্ধু ও নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচিত করে নারায়ণগঞ্জবাসি প্রমাণ করেছে, তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজনীতি চায় না। শত প্রতিকুলতার মধ্যেও ডা. আইভি আজ সাফল্যের চরম শিখরে পৌঁছেছেন এবং জনগণের আস্থা অর্জন করেছেন। তার থেকে যুবলীগ নেতাকর্মীদের শিক্ষা নিয়ে আগামীর পথ চলতে হবে।

বাংলাদেশ সময়: ২০:০০:৫১   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ