লালমনিরহাটে হিন্দু শিক্ষককে মারধর!

Home Page » বিবিধ » লালমনিরহাটে হিন্দু শিক্ষককে মারধর!
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭



Image may contain: 7 peopleবঙ্গ-নিউজঃ লালমনিরহাট প্রতিনিধি: অবৈধভাবে শিক্ষক নিয়োগে সহযোগিতা না করায় মনোরঞ্জন রায় নামের এক প্রধান শিক্ষককে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের হরিদেব দয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় প্রতিবাদী হয়ে ক’জন শিক্ষার্থী এগিয়ে আসলে তাদেরকেও লাঠিপেটা করে আহত করা হয়। আহত প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের লালমনিরহাট সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী লাঠি নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে এলোপাতাড়ি হামলা করে।
ওই হামালায় প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় গুরুত্বর আহত হন। পরে শিক্ষার্থী ও কর্মচারীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি সুরুল হুদা মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হক জানান, আহত শিক্ষক মনোরঞ্জন রায় তার দু’চোখে, কোমরে, দুই হাতে, পিঠে ও মাথায় আঘাত পেয়েছেন।
লালমনিরহাট সদর থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২২:০৪:০৩   ৩৯৯ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ