নিজেকে ‘অপরাধী’ ভাবছেন তামিম

Home Page » ক্রিকেট » নিজেকে ‘অপরাধী’ ভাবছেন তামিম
সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭






  বঙ্গনিউজঃ কী হলো বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটসম্যানদের? পুরো নিউজিল্যান্ড সফরে দলের সিনিয়র ব্যাটসম্যানদের কাছ থেকে দল যা আশা করেছে, তা পাওয়া যায়নি। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অনেকটা দৃষ্টিকটু উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ব্যাটসম্যানরা। ক্রাইস্টচার্চ টেস্টে যা করেছেন তামিম, সাকিব কিংবা মাহমুদউল্লাহ। তামিম ইকবাল নিজে একজন ব্যাটসম্যান। তাই সব সংবাদসম্মেলনে বরাবর ব্যাটসম্যানদের পক্ষে কথা বলেন। সোমবারও করেছেন সেটাই।

দলে মুশফিকের অনুপস্থিতির কথা নিয়ে বেশি কথাবার্তা পছন্দ করেননি তামিম। সোমবার সংবাদসম্মেলনে বললেন, ‘মুশফিক অবশ্যই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু যে এখানে খেলছে না তাকে নিয়ে বারবার আলোচনার ব্যক্তি আমি না। তার জায়গায় যে এসেছে, সে যোগ্যতা দিয়েই এসেছে। তার কাছে বাংলাদেশ ক্রিকেট অনেক কিছু আশা করতে পারে।’ সঙ্গে যোগ করেছেন, ‘মুশফিক অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। টপ ব্যাটসম্যানদের একজন। কিন্তু তিনি এই ম্যাচে খেলননি। তাই তার ব্যাপারটা কথাবার্তায় বারবার টেনে আনতে আমি খুব বেশি পছন্দ করি না।’

ক্রাইস্টচার্চ টেস্টের অধিনায়ক বলেছেন, ‘মাহমুদউল্লাহ হয়তো গোটা সিরিজে তার মতো করে ফর্মে ছিলেন না। তার চেষ্টা সব দিক থেকে অবশ্যই ছিল। তার আউটও হয়তো একই রকমের মনে হয়েছে। কিন্তু এটি যে কোনও ব্যাটসম্যানের ক্ষেত্রেই হয়। আমি তাকে বাঁচানোর চেষ্টা করছি না। আমার মনে হয় না যখন কোনও কিছু নিজের পক্ষে না যায়, তখন এমন আউটের ঘটনা ঘটে। যখন একটা ভালো সিরিজ হয় তখন দেখা যাবে এই বলগুলোই সে সুন্দরভাবে খেলছে বা তার টাইমিং সেভাবে হচ্ছে।’

অন্যের কথাগুলো জোর দিয়ে বললেন কি তামিম, নিজেই তো উইকেট ছুঁড়ে এসেছেন শেষ টেস্টে। নিজের ব্যাটিং নিয়ে তার বক্তব্য, ‘আমি পুরো সফরে কখনও ব্যাট করা নিয়ে কোনও সংগ্রাম করিনি। দুটি হাফসেঞ্চুরি, একটি চল্লিশ রানের ইনিংস খেলেছি। যা রান করি না কেন ব্যাটিং আমি খুব ভালো করেছি। কিন্তু পুরো সিরিজে আমি কখনও এসবকে এক সুতোয় গাথতে পারিনি।’ আরও বললেন, ‘আমি নিজের প্রতি অনেক উচ্চ প্রত্যাশা রাখি। কারণ আমি যদি সংগ্রাম করতাম, আউট হয়ে যেতাম, তাহলে অন্য কথা। আমি যে আমার সামর্থ্যকে ঠিকমতো ব্যবহার করতে পারিনি এটাই আমার অপরাধ। এর জন্যে আমি নিজেকে অপরাধী ভাবি।’

সাকিবকে নিয়ে তামিমের বক্তব্য, ‘সাকিবের এই টেস্ট সিরিজটা খুবই ভালো একটি সিরিজ হয়েছে। কিন্তু আজ যে বলে ও আউট হয়েছে, এটা হয়তো সে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো। আপনারা যদি মনে রাখেন তাহলে দেখেছেন সোমবার ও যে শটে আউট হয়েছে, ঠিকই একই শট থেকে কমপক্ষে ২৫টি বাউন্ডারি মেরেছিল ২১৭ রান করা ইনিংসে। এটাই ওর পছন্দের একটি শট।’ যদিও এবার ভাগ্য সঙ্গে ছিল না বলেই মনে করেন এই ওপেনার, ‘সোমবার হয়তো শটটা ঠিকমতো মারতে পারেনি। যেহেতু এর মাঝে দুটি উইকেট পড়ে গিয়েছিল, তাই আরও সতর্ক হয়ে খেলতে পারতো সাকিব।’

বাংলাদেশ সময়: ২৩:৪০:১৫   ১০৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ