সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে অসৎ শ্রেণির মানুষ-ট্রাম্প

Home Page » প্রথমপাতা » সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে অসৎ শ্রেণির মানুষ-ট্রাম্প
রবিবার, ২২ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম কর্মদিবসেই সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অভিযুক্ত করে যাত্রা শুরু করে ট্রাম্প প্রশাসন।

donald trump moody

শনিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তাদের সঙ্গে এক সভায় ট্রাম্প বলেন, ‘সাংবাদিকরা পৃথিবীর মধ্যে সবচেয়ে অসৎ শ্রেণির মানুষ।’

নির্বাচনী প্রচারণার সময় থেকে শপথ নেয়ার আগ পর্যন্ত ট্রাম্প মার্কিন গোয়েন্দাদের নিয়ে সমালোচনায় মুখর ছিলেন। তাই এই সভায় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের উদ্দেশে তিনি কী বলবেন, কিভাবে এই সংস্থার সঙ্গে সম্পর্কোন্নয়ন করবেন, সেটা নিয়েই বক্তব্য আশা করছিলেন সবাই।

কিন্তু তিনি বক্তব্যের শুরুতে গোয়েন্দাদের কতটা ভালোবাসেন তার ক্ষুদে বিবৃতি সেরেই আঙ্গুল তোলেন সাংবাদিকদের দিকে। গোয়েন্দা সদর দপ্তরে আয়োজিত ওই সভায় ট্রাম্প তার ১৫ মিনিটের বক্তব্যে নয় মিনিট শুধু সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিয়েই কথা বলেন।

ট্রাম্প অভিযোগ করে বলেন, সংবাদপত্রের সঙ্গে তার বৈরি সম্পর্ক বিদ্যমান। এই সাংবাদিকরাই সিআইএ ও তার মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কাজ করছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘গত শুক্রবার ওয়াশিংটনে শপথ গ্রহণ অনুষ্ঠানে সংবাদমাধ্যমগুলো লোকসংখ্যা নিয়ে ডাহা ভুল তথ্য জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে কম লোক হয়েছে বলে প্রায় প্রতিটি সংবাদমাধ্যমই ভুয়া খবর প্রচার করেছে।’

নিজের অভিষেকের দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি লোকের সমাবেশ হয়েছে উল্লেখ করে তিনি বলেন,’সাংবাদিকেরা বেশ কায়দা করে ছবি তুলেছেন যেন লোকসংখ্যা কম দেখায়। অসততার জন্য তাদের মূল্য দিতে হবে।’

প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণে তাৎক্ষণিক একটি প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বা তার প্রেসসচিব কোন সংবাদমাধ্যমের বক্তব্যই সমর্থন করেন না। শপথ অনুষ্ঠানের ধারণকৃত সব ছবি পর্যালোচনা করে দেখা যায় প্রেসিডেন্টের অভিযোগ সত্য নয়। ওবামার অভিষেকের চেলে অভিষেক অনুষ্ঠানে কমসংখ্যক লোক উপস্থিত ছিল। এক্ষেত্রে প্রেসসচিব যেসব তথ্য উপস্তাপন করে সবাবেশের উপস্থিতি বেশি বলে দাবি করেছেন তা যুক্তিসঙ্গত নয়।

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫৫   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ