আগামী নির্বাচনের আগেই খালেদার বিচারের সূত্রপাত করতে হবে: ইনু

Home Page » জাতীয় » আগামী নির্বাচনের আগেই খালেদার বিচারের সূত্রপাত করতে হবে: ইনু
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭




বঙ্গ-নিউজঃ আগামী নির্বাচনের আগেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের সূত্রপাত করতে হবে, বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনুতিনি বলেন, ‘আর যদি হলি আর্টিজানের  মতো হামলা না চান, সাম্প্রদায়িক হামলা না চান, দেশে আবার আগুন জ্বলুক তা না চান, তাহলে আগামী নির্বাচনের আগেই জঙ্গিদের সঙ্গী, আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার বিচারের সূত্রপাত করতে হবে।’
বৃহস্পতিবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ আসাদের ৪৮তম মৃত্যবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দল (এম. এল)  আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে যুদ্ধাপরাধী চক্র, জঙ্গিদের পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িক গোষ্ঠী, আগুন সন্ত্রাসী, জামায়াতের জঙ্গি ক্লাবের সভাপতি উল্লেখ করে তিনি বলেন, ‘এই গোষ্ঠী আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একটি মিটমাট ও আপোষ ফর্মুলা উদ্ভাবন করার কৌশল করছে।’
তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তারা যুদ্ধও পরিচালনা করেছে। এমনকি ৯৩ দিন তারা দেশের বিরুদ্ধে আগুন যুদ্ধ পরিচালনা করেছে। আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাধারণত একটি দেশে বিরোধী দল গণতন্ত্রের জন্য লড়াই করে, কিন্তু বাংলাদেশের বিরোধী দল উল্টো। খালেদা জিয়া গণতান্ত্রিক দেশ থেকে গণতন্ত্র মুছে ফেলার চেষ্টা করছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গণতন্ত্র রক্ষায় যুদ্ধ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনের আগে এই আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার বিচারের সূত্রপাত করতে হবে।’
সভায় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক  দিলীপ বড়ুয়া সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৫২   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ