শিক্ষাপ্রতিষ্ঠানের মনিটরিং গতিশীল করতে নির্দেশ শিক্ষামন্ত্রীর

Home Page » জাতীয় » শিক্ষাপ্রতিষ্ঠানের মনিটরিং গতিশীল করতে নির্দেশ শিক্ষামন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭




শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদবঙ্গ-নিউজঃ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরও  গতিশীল করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার (১৮ জানুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘পরিবীক্ষণ ও মূল্যায়নের রূপরেখা, অর্জন ও লব্ধ অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কর্মশালার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রণালয়ের অধীনস্থ সব অধিদফতর ও সংস্থাকে যথাযথ মনিটরিং ও মূল্যায়ন নির্দেশক নির্ধারণ করে এ কাজ করতে হবে।’ সঠিক মূল্যায়ন শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য প্রতিষ্ঠানগুলোর কার্যকর মনিটরিং ও মূল্যায়ন খুবই জরুরি। স্কুল মনিটরিংয়ের জন্য পিয়ার ইভালুয়েশন ব্যবস্থা চালু করা হয়েছে ।’
শিক্ষামন্ত্রী জানান, ‘শিক্ষায় আমাদের অনেক উন্নতি হয়েছে। শিক্ষা নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে। স্কুল পর্যায়ে ঝরে পড়া অনেক কমেছে এবং জেন্ডার সমতা অর্জিত হয়েছে।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড.এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও মহিউদ্দিন খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর ড. মো. সেলিম মিয়া এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি টিএম আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২:০৬:২১   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ