মুশফিককে ছাড়া বাংলাদেশ

Home Page » ক্রিকেট » মুশফিককে ছাড়া বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭



 

 

  •  

 

 

সেবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টে যথারীতি উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন খালেদ মাসুদ। ততদিনে উইকেটের সামনে তার পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। ওই সফরে প্রথম টেস্টেও বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে দেওয়া হলো বাদ। জায়গা পেলেন মুশফিক।

ততদিনে ২০০৫ ও ২০০৬ সালে দুটি টেস্ট খেলে ফেলেছেন মুশফিক। দুটিই ছিল ব্যাটসম্যান হিসেবে। মাসুদ বাদ পড়ায় সুযোগ পেলেন প্রথমবার কিপার ব্যাটসম্যান হিসেবে খেলার। কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় ইনিংসে খেললেন ৮০ রানের দারুণ এক ইনিংস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। মাসুদের ক্যারিয়ারের ইতি, মুশফিক অধ্যায়ের সূচনা।

সেই অধ্যায় টানা চলে এসেছে এতদিন। ২০০৭ সালের জুলাই থেকে এই ক্রাইস্টচার্চ টেস্টের আগ পর্যন্ত বদলে গেছে অনেক কিছু, কিন্তু বাংলাদেশের টেস্ট দলে মুশফিকের নাম ছিল অবিচল। এই সময়ে খেলেছেন বাংলাদেশের ৪৯ টেস্টের সবকটি। তার ফেরার সেই টেস্টের একাদশের একমাত্র তিনি ছাড়া আর কেউ নেই এখনকার দলে। আততায়ী চোট থামাল তাকেও।

এই ৪৯ টেস্টের ৪৬টিতেই মুশফিকের হাতে ছিল কিপিং গ্লাভস। অনেক আলোচনা-সমালোচনা হলেও কিপিং ছাড়েননি তিনি। সবসময়ই বলে এসেছেন, ব্যাটিংয়ের মত কিপিংও তার আবেগ-ভালোবাসার জায়গা। ২০১৫ সালে আঙুলে চোট পেলে তিনটি টেস্টে কিপিং করেছিলেন লিটন দাস। মুশফিক খেলেছিলেন শুধু ব্যাটসম্যান হিসেবে। পরে ফিট হয়ে আবার নিজের করে নেন কিপিং গ্লাভস। নেতৃত্ব দিয়েছেন টানা ২৭ টেস্টে।

টানা এই ৪৯ টেস্ট অনায়াসেই বাংলাদেশের রেকর্ড। ওয়ানডেতেও রেকর্ডটি মুশফিকেরই। এই সফরে ছেদ পড়েছে সেই ধারায়ও। সিরিজের প্রথম ওয়ানডের পর ছিটকে গেলেন হ্যামস্ট্রিংয়ের টানে। দ্বিতীয় ওয়ানডেতে মুশফিককে ছাড়া খেলতে নেমেছিল বাংলাদেশ ২০১০ সাল থেকে টানা ৯২ ওয়ানডের পর!

বাংলাদেশ দলে এতটাই জুড়ে আছেন মুশফিক। ক্রাইস্টচার্চে নিশ্চিতভাবেই তার অভাব অনুভব করবে দল। আরেকটা ব্যাপারও নিশ্চিত, ক্রিকেট নিয়ে মুশফিকের যা আবেগ, খেলতে না পেরে কষ্টটা সবচেয়ে বেশি হচ্ছে তারই।

বাংলাদেশ সময়: ১১:১৮:১৯   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ