বুড়িমারী স্থল বন্দর দিয়ে অবৈধ ভাবে আসছে ভারতীয় লুজ কমলা |

Home Page » বিবিধ » বুড়িমারী স্থল বন্দর দিয়ে অবৈধ ভাবে আসছে ভারতীয় লুজ কমলা |
শনিবার, ২১ জানুয়ারী ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি : বুড়িমারী স্থল বন্দর দিয়ে প্রতিনিয়তই শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে প্রবেশ করছে ভারত ও ভুটানের নিম্ন মানের গুটি গুটি লুজ কমলা। বৈধ ভাবে ভারত ও ভুটানের ট্রাকগুলো বন্দরে প্রবেশ করলেও বৈধ এ সব পণ্যবাহী ট্রাকের পিঠে চেপে অবৈধ ভাবে প্রবেশ করছে শত শত প্লাস্টিকের ব্যাগ ভর্তি কমলা।
এসব লুজ কমলা বাংলাদেশে প্রবেশ করলেই ভারতীয় ট্রাক প্রতি ৪ শত ৫০ রুপী দিতে হয়। এসব লুজ কমলা অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করায় সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন দুপুর ২টার পর থেকে শত শত ভারতীয় ট্রাকের উপরে ত্রিপলে মোড়ানো ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে ট্রাক থেকে কমলা নামানো হচ্ছে। এসব লুজ কমলার ব্যাগে নিম্ন মানের পঁচা অস্বাস্থ্যকর কমলা ভারত-ভুটান থেকে বুড়িমারী স্থলবন্দর হয়ে বাংলাদেশের বিভিন্ন শহরে প্রবেশ করছে। এসব দেখেও না দেখার ভান করছেন স্থানীয় কাস্টমস,পুলিশ,বিজিবি।
এসব লুজ কমলা বুড়িমারী স্থল বন্দরের সামনে জমজমাট পাইকারী বিক্রয় চলছে। প্রতি ব্যাগে কমলা বিক্রয় হচ্ছে ৩ শত ৫০ থেকে ৪ শত ৫০ টাকা। লুজ কমলা কিনতে বিভিন্ন জেলা থেকে পাইকারা এসে কমলা কিনছেন।
বুড়িমারী স্থল বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, এ সব অবৈধ পণ্যের উপর তাদের কোন নিয়ন্ত্রন নেই। এগুলো রাজস্ব বহির্ভুত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, অস্বাস্থ্যকর এসব কমলা থেকে সিন্ডিকেট সদস্যরা প্রতিদিনেই হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এসব ব্যবসা নিয়ন্ত্রন করছেন একটি সিন্ডিকেট গ্রুপ। সন্ধার পর বিভিন্ন সেক্টরে টাকা ভাগা ভাগি হয়।
নীলফামারীর জলঢাকা থেকে আসা কমলা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, লুজ কমলা দাম কম, চাহিদা বেশি তাই কমলা কিনতে বুড়িমারী এসেছি।
ভারতীয় ট্রাক ড্রাইভার অজয় কুমার জানান, লুজ কমলার ট্রাক বাংলাদেশে

বাংলাদেশ সময়: ২৩:৪৯:২২   ৩০৭ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ