পাহাড়ে নতুন করে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন ৫৬ হাজার গ্রাহক

Home Page » জাতীয় » পাহাড়ে নতুন করে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন ৫৬ হাজার গ্রাহক
রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭



.48.jpgবঙ্গ-নিউজঃ রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় নতুন করে ৫৬ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে ৩৩/১১ কেভির নতুন সাব-স্টেশন, নতুন বিতরণ লাইন স্থাপন এবং পুরাতন লাইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন’ নামে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ৫৬৫ কোটি ৬৮ লাখ টাকা।
জানা গেছে, প্রকল্পটি এ মাসেই শুরু হবে এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ২৬টি উপজেলার আয়তন ১৩ হাজার ১৯০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৪ লাখ। এই তিন জেলায় পর্যটন ও শিল্প কারখানা গড়ে তুলতে বিদ্যুৎ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য।
বর্তমানে এ অঞ্চলে বিদ্যুতের চাহিদা ৫৪ দশমিক ৫০ মেগাওয়াট। তবে সরবরাহ লাইনের ধারণ ক্ষমতা প্রায় ৯৯ মেগাওয়াট। বাৎসরিক চাহিদা বৃদ্ধির হার ১১ দশমিক ৫০ শতাংশ। ২০৩০ সালের মধ্যে প্রায় পৌনে দুই লাখ গ্রাহকের চাহিদা বেড়ে দাঁড়াবে প্রায় ২৭৯ মেগাওয়াট।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারা দেশের মতো পার্বত্য এলাকায়ও উন্নয়ন হচ্ছে। পাহাড়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া এই উন্নয়নের অংশ।’
এ প্রসঙ্গে জানতে চাইলে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়ি অঞ্চলের অনেক এলাকায় এখনও বিদ্যুৎ যায়নি। সেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছালে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠবে।’

বাংলাদেশ সময়: ১:১৫:০১   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ