পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী রিমু নিখোঁজ,থানায় অপহরণ মামলা!

Home Page » বিবিধ » পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী রিমু নিখোঁজ,থানায় অপহরণ মামলা!
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭



110.jpgবঙ্গ-নিউজঃ লালমনিরহাট প্রতিনিধি : পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী রিমু আক্তারকে (১৬)অপহরণ করা হয়েছে।এ ঘটনায় ছাত্রীর বাবা দুলাল হোসেন কলেজ অধ্যক্ষের কাছে সহযোগিতা চেয়েছেন। অধ্যক্ষ মিজানুর রহমান দেখবেন বলে জানিয়েছেন।কলেজে এসে ওই ছাত্রী অপহরণ হয় বলে অভিভাবক দাবী করেন।অধ্যক্ষের সহযোগিতা পেলে থানায় দ্রুত মামলা হত।অপহৃত মেয়েকে খুব তাড়াতাড়ি ফিরে পেত অভিভাবক বলে রংপর রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন জানায়।সেখানে অভিযোগ করতে গেলে হ৩ থেকে ৭ দিনের মধ্যে মামলা হলে সে বিষয়টি তারা দেখেন বলে জানা গেছে।এদিকে,পাটগ্রাম থানায় যখন মামলা নিতে গড়িমসি তখন অভিভাবক দুলাল ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নিজে নিজে খোঁজ খবর শুরু করেন।কেউ যখন সহযোগিতা করছেন না তখন বাবা হিসাবে হট লাইনে ফোন করে সহযোগিতা চান দুলাল হোসন।হট লাইন থেকে ইউএনও পাটগ্রামকে জানালে ইউএনও নুর কুতুবুল আলম ঘটনাটি পাটগ্রাম থানায় জানিয়ে ৩০ ডিসেম্বর থানায় মামলা হয়।অভিযোগে জানা যায়,দহগ্রাম বঙ্গের বাড়ীর থানাপাড়া এলাকার আজিবর রহমানের ছেলে সোহেল ও সাদ্দাম ঢাকা কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় রিক্সা চালাতেন।সে সুবাদে রিক্সা গ্যারেজের মালিক জিয়াউর রহমান (৪০) দহগ্রামে বেড়াতে আসেন।দহগ্রাম থেকে যাওয়ার সময় সাদ্দামসহ কলেজ ছাত্রীকে গত ১৫ ডিসেম্বর কলেজের সামনে থেকে অপহরণ করে মাইক্রোতে তুলে নিয়ে যায়।সাদ্দাম অপহরণকারীসহ মাগুরা পর্যন্ত যায়।অপহৃত মেয়েটি একজনের মোবাইল দিয়ে তার বাবার মোবাইলে ১৮ ও১৯ ডিসেম্বর ২ বার কল করে বিস্তারিত ঘটনা বলে।মেয়েটি বাঁচার আকুতি জানায়।এরপর থেকে মোবাইল বন্ধ।দুলাল হোসেন পাটগ্রাম বাজারে ফুটপাতে স্যান্ডেলের দোকান করে সংসার চালান। ছোট মেয়ে রিমুর এ ঘটনায় তিনি প্রশাসনের সহযোগিতা না পেয়ে হতাশায় কেঁদে কেঁদে দিন কাটাচ্ছেন।আসামী ঢাকা কামরাঙ্গীরচর এলাকার কুদ্দুস শেখের ছেলে জিয়াউর ওরফে শেখ জিয়া,দহগ্রাম আজিবর রহমানের ছেলে সাদ্দাম ও সোহেল।তাদেরকে খুঁজে পাচ্ছেন না প্রশাসন।

বাংলাদেশ সময়: ২২:০১:২৪   ১৫৪৩ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ