সাতক্ষীরায় হুন্ডির ৮ লাখ টাকাসহ আটক ১

Home Page » সারাদেশ » সাতক্ষীরায় হুন্ডির ৮ লাখ টাকাসহ আটক ১
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭



14.JPG বঙ্গ-নিউজঃ  সাতক্ষীরায় টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটকসাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচারকালে আট লাখ ২৫ হাজার বাংলাদেশি টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে একটি ব্যাগে করে ওই টাকা নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ওই ব্যক্তি বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেন। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার সিরাজুল গণি।
আটক হুন্ডি ব্যবসায়ীর নাম সোহেল হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লক্ষিদাঁড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে।
বিজিবির বিওপি কমান্ডার সুবেদার সিরাজুল গণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই ব্যক্তিকে সীমান্ত পার হওয়ার সময় চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এসময় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিজিবির টহল সদস্যরা তাদের ধাওয়া করে এক জনকে আটক করতে সক্ষম হন।’
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সোহেলের সঙ্গী তার সহোদর সুমন হোসেন পলাতক রয়েছে। তার কাছেও হুন্ডির টাকা থাকতে পারে।
সিরাজুল গণি জানান, সোহেল স্বীকার করেছেন যে তিনি হুন্ডির সাথে জড়িত এবং বাংলাদেশ থেকে সোনাসহ বিভিন্ন মূল্যবান সম্পদ পাচার করে থাকেন। একটি সিন্ডিকেটের মাধ্যমে এই হুন্ডির কারবার চলে বলে জানান সোহেল।
বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৪৯   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ