মুসলিমদের অবহেলার সুযোগ নেই: ওবামা

Home Page » এক্সক্লুসিভ » মুসলিমদের অবহেলার সুযোগ নেই: ওবামা
বুধবার, ১১ জানুয়ারী ২০১৭



56.jpgবঙ্গ-নিউজঃ  মুসলিম হোক কিংবা মেক্সিকান - অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে দেয়া বিদায়ী ভাষণে তিনি এ আহ্বান জানান।

ওবামা বলেছেন, আট বছর আগের তুলনায় আমেরিকা এখন প্রায় সব মাপকাঠিতেই অনেক বেশি উন্নত এবং শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে শাসনভার তুলে দেয়ার আগে জাতির উদ্দেশ্যে সর্বশেষ ভাষণে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের এই অন্যতম জনপ্রিয় এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

দু’দফায় টানা ৮ বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর বিদায়ী ভাষণ দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সব অবস্থান থেকে আসা আমেরিকানদেরই তিনি একে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে প্রতিটি বিষয় বিবেচনা করার আহ্বান জানান। বলেন, “আমাদের মনোযোগ দিতে হবে, শুনতে হবে।”

শিকাগোতে প্রায় ১ ঘণ্টার ভাষণে ওবামা বলেন, গণতন্ত্রের রাস্তাটা সহজ নয়। তবু সে রাস্তাতেই ৮টি বছর হেঁটেছেন তিনি। অনুধাবন করেছেন, গণতন্ত্রে সমমনা হওয়ার চেয়ে একতাটা বেশি জরুরি।

“যখনই আমরা গণতন্ত্রকে পাওনা হিসেবে ধরে নিয়ে গুরুত্ব দেই না, তখনই সেটি হুমকির মুখে পড়ে” বলে ওবামা সতর্ক করেছেন।

বিদায়ী ভাষণের সময় ওবামার সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্টলেডি মিশেল ওবামা, ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন।

ভাষণে অর্থনৈতিক উন্নয়ন আর কর্মসংস্থানের নতুন রেকর্ড গড়াসহ ৮ বছরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন ওবামা। আল কায়েদা ও আইএস প্রতিরোধ, ওসামা বিন লাদেনকে নিশ্চিহ্ন করাসহ সন্ত্রাসবাদ দমনে তার সরকারের সাফল্যের দাবি করেন।

কিউবার সঙ্গে সম্পর্কের বরফ গলানো আর সমকামীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠাকে বড় সাফল্য বলে উল্লেখ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

ভাষণের শেষে ৮টি স্মরণীয় বছরের জন্য আমেরিকান জনগণের কাছে বারাক ওবামা কৃতজ্ঞতা জানান।

আশা এবং পরিবর্তনের বার্তা নিয়ে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ২০ জানুয়ারি উত্তরসূরি নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা তুলে দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:০৪:১০   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ