চিকিৎসক সুমনকে হত্যা করা হয়েছে: পরিবার

Home Page » সারাদেশ » চিকিৎসক সুমনকে হত্যা করা হয়েছে: পরিবার
বুধবার, ১১ জানুয়ারী ২০১৭



46.jpgবঙ্গ-নিউজঃ  ঢাকায় উদ্ধার লাশটি মাগুরার চিকিৎসক সুমনের

মাগুরার সরকারি স্বাস্থ্য কর্মকর্তা নিখোঁজে জিডি
সুমন গত ২ জানুয়ারি মাগুরা শহরের বাসা থেকে বের হওয়ার পর ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে তার হাত-পা ভাঙা লাশ পাওয়া যায়।

সুমনের মা কল্পনা শিকদার বলেন, “নিখোঁজের দিন সুমনকে বারবার রোগী দেখার জন্য কারা যেন ফোন করছিল।

“ওই দিন বিকেলে সুমন মাগুরা শহরের ভায়নার মোড়ে এসে আমাকে বাসে তুলে দেয় বাড়ি ফেরার জন্য। এ সময় বাসের মধ্যে এসে এক ব্যক্তি তাকে ডাকাডাকি করছিল।”

কল্পনার ধারণা, এ সময় তারা সুমনকে তুলে ঢাকায় নিয়ে খুন করেছে।

এছাড়া মুক্তিপণ দাবির অভিযোগ এনেছেন সুমনের বোন সন্ধ্যা শিকদার।

“সুমন ভাই নিখোঁজ হওয়ার পর তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে বলে আমার কাছে ফোন আসে। দুই লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে বলে অপহরণকারীরা জানায়। ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিলে টাকা দেওয়া হবে বলে তাদের প্রস্তাবও দিই। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।”

সুমনের বাবা মাগুরা সদর উপজেলার বেঙ্গা গ্রামের বাসিন্দা সুকুমার শিকদার বলেন, তার ছেলেকে খুন করা হয়েছে। তিনি এর বিচার চান।

তিনি বলেন, “একমাত্র ছেলের মৃত্যুর সাথে সাথে আমাদের জীবনের সবকিছুই আজ শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ছেলেটি মানুষ হয়েছিল। সে নিজেও সুখ পেল না, আমাদেরও ভাসিয়ে গেল।”

পরিবারের সদস্যরা জানান, অত্যন্ত দরিদ্র পরিবারে সন্তান সুমন ঝিনাইদহ সদর উপজেলার মুনুডিয়া গ্রামে মামাবাড়ি থেকে মামার সহায়তায় লেখাপড়া শিখেছেন।

সরজমিনে দেখা গেছে, সুমনকে হারিয়ে এলাকাবাসী শোকে মুহ্যমান। সুমনের মামা স্কুলশিক্ষক অরবিন্দ বিশ্বাস ঘটনার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন।

শ্রীপুরের দারিয়াপুর হাসপাতালে কর্মরত সুমনের জ্যেষ্ঠ সহকর্মী অপূর্ব বিশ্বাস বলেন, “সুমন যেমন চিকিৎক হিসেবে, তেমনি মানুষ হিসেবেও অত্যন্ত ভাল ছিল। তার মৃত্যু রহস্যজনক।”

তিনি ঘটনার সঠিক তদন্ত দাবি করেন।

মাগুরা সদর থানার এসআই তরিকুল ইসলাম বলেন, “পুলিশ বিষয়টি নিয়ে আন্তরিক। সুমনের বাবার জিডির সূত্র ধরে আমরা তার মুত্যুর ঘটনা উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছি।”

গত ২ জানুয়ারি মাগুরা শহরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুমন শিকদার (২৮)। ৩ জানুয়ারি ঢাকার শাহবাগের আজিজ সুপার মাকের্টের ৪র্থ তলা থেকে তার হাত-পা ভাঙা লাশ উদ্ধার করে পুলিশ। ৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলের হিমঘরে সুমনের লাশ শনাক্ত করেন তার বাবা সুকুমার শিকদার।

সুমন ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে দুই বছর আগে দারিয়াপুর স্বাস্থ্যকেন্দ্রে যোগ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৪০   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ