চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ: বিশ্বব্যাংক

Home Page » অর্থ ও বানিজ্য » চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ: বিশ্বব্যাংক
বুধবার, ১১ জানুয়ারী ২০১৭



37.jpgবঙ্গ-নিউজঃ  বিশ্বাব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক প্রতিবেদন চলতি (২০১৬-১৭) অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগের অর্থবছরে (২০১৫-১৬) এই প্রবৃদ্ধি ৭.১ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। বুধবার (১১ জানুয়ারি) বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ শিরোনামের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রফতানি চাহিদা কম। বেসরকারি বিনিয়োগ সামান্য বেশি। অবকাঠামো খাতে বর্ধিত ব্যয় ও সরকারি খাতে বেতন বৃদ্ধি হলেও অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জের কারণে প্রবৃদ্ধি কমে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির গতি মন্থর হওয়ায় শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশে প্রবৃদ্ধিও কমেছে। এটা বাংলাদেশের বেসরকারি খাতের ব্যয় ও বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, রেমিট্যান্সের প্রবাহ ও খরচের পরিমাণ থাকায় ২০১৮-১৮ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। পরের অর্থবছরেই এই প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে অবকাঠামো খাতে ব্যয় ও রফতানি বৃদ্ধির কারণে আগামী কয়েক বছরেই বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.০ শতাংশে পৌঁছে যেতে পারে বলে আভাস দিচ্ছে বিশ্বব্যাংক।

দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটলে তা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করবে এমন আভাসা দিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে বাকি অঞ্চলগুলোর যোগাযোগ তৈরি হলে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিশ্চিত হলে তা মধ্যমেয়াদে অবকাঠামোগত প্রতিবন্ধকতা ও জ্বালানি সংকট দূর করবে। এরপরও বাড়তি খরচ, রাজস্ব ও জিডিপির অনুপাতে স্থবিরতা অবকাঠামোগত উন্নয়নের বরাদ্দে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

অবকাঠামোগত মানের দিক থেকে এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ঘাটতি ও দুর্বল যাতায়াত ব্যবস্থাও দেশে বিনিয়োগ ও উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। সপ্তম পাঁচসালা পরিকল্পনায় বলা হয়েছে, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজন হবে ৪১ হাজার কোটি ডলার বা প্রায় ৩২ লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ২০১৫ সালের জিডিপির দ্বিগুণ। এছাড়া, জনস্বাস্থ্যসেবা খাতেও বিনিয়োগ করতে হবে। এই খাতে ২০১০ সালে বরাদ্দ জিডিপির ১.১ শতাংশ ছিল। ২০১৪ সালে যা কমে হয়েছে ০.৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৩০   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ