জাবির দুই হলের ছাত্রলীগ শাখার মধ্যে সংঘর্ষ, আহত ১

Home Page » প্রথমপাতা » জাবির দুই হলের ছাত্রলীগ শাখার মধ্যে সংঘর্ষ, আহত ১
বুধবার, ১১ জানুয়ারী ২০১৭



27.jpgবঙ্গ-নিউজঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলামকে (পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ, ৪১ ব্যাচ) সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে কনসার্ট চলাকালীন আসন দখলকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে কেন্দ্রীয় খেলার মাঠে উভয় পক্ষের মাঝে দুই দফা মারামারি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে সমঝোতার জন্য মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্রিত হলে রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী শামীম মোল্লার অনুসারী মিজানুর রহমান (প্রত্নতত্ত্ব, ৪১ ব্যাচ), তোফায়েল আহমেদ (নৃবিজ্ঞান, ৪২ ব্যাচ), ইশতিয়াক আহমেদ (উদ্ভিদবিজ্ঞান, ৪২ ব্যাচ), ইয়াসিন (ভূগোল ও পরিবেশ, ৪২ ব্যাচ), শিহাব (দর্শন, ৪২ ব্যাচ), নাজমুল (গণিত, ৪২ ব্যাচ), লিটন (দর্শন, ৪৩ ব্যাচ), শাওন সহ প্রায় ৩০-৪০ জন ছাত্রলীগ কর্মী লোহার পাইপ, রড সহ দেশীয় অস্ত্র নিয়ে ভাসানী হলের ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালালে জহিরুল ইসলাম আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।

এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে হল দুটির নেতাকর্মীরা তাদের হলের সামনে অবস্থান নেন। পরে উভয় হলের সিনিয়র নেতা-কর্মীরা বিষয়টির মীমাংসা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ঘটনা তদন্তের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রাথমিক প্রতিবেদন জমা দেব। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

বাংলাদেশ সময়: ১২:৪৫:২৯   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ