মোটরসাইকেলের ধাক্কা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান তুরিন আফরোজ

Home Page » প্রথমপাতা » মোটরসাইকেলের ধাক্কা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান তুরিন আফরোজ
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭



turin-afroz.jpgবঙ্গ-নিউজঃ গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ।গতকাল নীলফামারী থেকে ফেরার সময় গাইবান্ধার পলাশবাড়ী থানা পার হওয়ার পথে শিল্পী হোটেলের সামনে তার গাড়িকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের ১৫ বয়সী চালককে গ্রেপ্তার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, মোটরসাইকেলের চালক রানা ইসলাম চালানো শিখছে। তুরিনের গাড়িতে তার মোটরসাইকেলের ধাক্কা লাগা স্রেফ একটি দুর্ঘটনা। কিন্তু তুরিন বলছেন, হামলা করার উদ্দেশ্যেই তার গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা দেয়া হয়েছে। গাড়ির ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

তুরিন অভিযোগ করে ঢাকাভিত্তিক একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন, ‘পুলিশ আশ্চর্যজনকভাবে পুরো ঘটনাকে ধামাচাপ দিতে চাইছে। তারা এক ঘণ্টার মধ্যে তদন্ত করে একটি বিবৃতি দিয়েছে। আমি মনে করি হামলা করার জন্যই এটা করা হয়েছে। গাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমি অক্ষত আছি।’

এ দিকে পলাশবাড়ি থানার ওসি মজিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাতে জানাচ্ছেন, কিশোর রানা ইসলামের মোটরসাইকেল গলির রাস্তা থেকে একটি সংযোগ সড়কে উঠছিলো। ঠিক সে সময়ে তুরিনের গাড়িটি সে দিক পার হচ্ছিলো। তখনই মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে তুরিনের গাড়িতে। তিনি জানান, ওই কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কিন্তু পুলিশের এই বক্তব্যকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন তুরিন আফরোজ। তিনি বলছেন, এই ঘটনায় পুলিশ বিশেষ মহল দ্বারা প্রভাবান্বিত।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৮   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ