রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে আজ

Home Page » জাতীয় » রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে আজ
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭



75.jpgবঙ্গ নিউজঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কাল বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নেয়া হয়েছে।

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মঙ্গলবার বেলা ১টা থেকে বেলা তিনটা পর্যন্ত সাধারণ যাত্রীবাহী বাস/গাড়ির রুট হবে নিম্নরূপ…

কাকরাইল ক্রসিং, মৎস্যভবন ক্রসিং, কদমফুল ক্রসিং এবং শাহবাগ ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন গেইট এবং আইইবি গেইট দিয়ে প্রবেশ করা যাবে না।
২. (ক) সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিকে ছবির হাট গেইট, টিএসসি গেইট, কালীমন্দির গেইট এবং তিন নেতার মাজার গেইট দিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে।
২. (খ) প্রবেশ গেইটে স্থাপিত আর্চওয়ে গেইট দিয়ে সারিবদ্ধ ভাবে শৃঙ্খলার সাথে প্রবেশ করতে হবে।
৩. লাইসেন্সকৃত কোন আগ্নেয়াস্ত্র, ব্যাগ, ছাতা, লাঠি, লাইটার, ম্যাচ বা কোন দাহ্য বস্তু নিয়ে সমাবেশে আসা যাবে না।
৪. নিরাপত্তার স্বার্থে বিভিন্ন চেকিং পয়েন্টে পুলিশকে সহযোগিতা করতে হবে।
৫. সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে পুলিশকে অবহিত করতে হবে।

নেতা কর্মীদের সভাস্থলে যোগদানের লক্ষ্যে গাড়ির রুট:

১। বিজয়স্মরণী হতে সমাবেশে আগত গাড়ি সমূহ লাভরোড দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল চার্চ হয়ে বামে মোড় নিয়ে রাজমণি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল (পল্টন) দিয়ে জিরোপয়েন্ট দিয়ে যাবে।

২। মিরপুর রোড হয়ে আগত গাড়ি সমূহ রাসেল স্কোয়ার হয়ে সায়েন্সল্যাব দিয়ে নিউমার্কেট ক্রসিং বামে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে সভাস্থলে যাবে। (রেজিস্ট্রার ভবনের সামনে অথবা ফুলার রোডের একপাশে গাড়ি পার্কিং)।

৩। মতিঝিল/সায়েদাবাদ/সদরঘাট হতে সমাবেশে আগত গাড়ি সমূহ হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েলচত্ত্বর হয়ে সভাস্থলে যাবে। (জিমনেশিয়াম মাঠ/পার্শ¦বর্তী রোডে সুবিধাজনক স্থানে গাড়ি পার্কিং)

সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত যে সমস্ত রাস্তা বন্ধ থাকবেঃ

১। শাহবাগ ক্রসিং হতে মৎস্যভবন ক্রসিং এবং মৎস্যভবন ক্রসিং হতে শাহবাগ ক্রসিং পর্যন্ত।
২। টিএসসি হতে দোয়েল চত্ত্বর ক্রসিং এবং দোয়েল চত্ত্বর ক্রসিং হতে টিএসসি পর্যন্ত।

সাধারণ যাত্রীবাহী বাস/গাড়ির রুট: (১৩.০০ ঘটিকা হতে ১৫.০০ ঘটিকা পর্যন্ত)

১(ক)। বিজয় সরণীর উত্তরের/পশ্চিমের সকল যাত্রীবাহী বাস লাভ রোড হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল চার্চ হয়ে রাজমণি ক্রসিং দিয়ে ফকিরাপুল/ইউবিএল হয়ে চলে যাবে।

১(খ)। গুলিস্তান বা মতিঝিল হতে আগত বিজয় সরণী অভিমূখী গাড়ি নাইটিংগেল দিয়ে রাজমণি ক্রসিং হয়ে কাকরাইল চার্চ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে লাভ-রোড দিয়ে বিজয় সরণীর দিকে চলে যাবে।

২(ক)। গাবতলী হতে আগত গাড়ি মিরপুর রোড দিয়ে সায়েন্সল্যাব হয়ে নিউমার্কেট দিয়ে আজিমপুর হয়ে বকশী বাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বঙ্গবাজার দিয়ে গুলিস্তান/মতিঝিল/সদরঘাট চলে যাবে।

২(খ)। গুলিস্তান/মতিঝিল/সদরঘাট হতে গাবতলী অভিমূখী আগত গাড়ি বঙ্গবাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বকশীবাজার দিয়ে আজিমপুর হয়ে নিউমার্কেট দিয়ে সায়েন্সল্যাব হয়ে মিরপুর রোড হয়ে গাবতলী চলে যাবে

বাংলাদেশ সময়: ২:০৭:৪১   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ