পাটগ্রামে বউমার ঠোঁট কামড়ে রক্তাক্ত করলো শ্বশুর!

Home Page » সারাদেশ » পাটগ্রামে বউমার ঠোঁট কামড়ে রক্তাক্ত করলো শ্বশুর!
সোমবার, ৯ জানুয়ারী ২০১৭



25.jpgবঙ্গ-নিউজঃ লালমনিরহাট প্রতিনিধি:
জেলার পাটগ্রাম উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে বউমাকে শারীরিক নির্যাতন ও ঠোক কামড়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ পত্র দায়ের করা হয়েছে। গত শুক্রবার উপজেলার বাউরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে সরকারপাড়া এলাকায় নারী নির্যাতনের ঘটনাটি ঘটেছে। নির্যাতিত ঐ নারী বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ঐ নারী হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
হাসপাতালের সেবিকা তৈয়বুন্নাহার জানালেন, তার হাটুর নীচে ও পিঠে মারপিটের দাগ আছে এবং ঠোঁটে আঘাতের চিহ্ন আছে। নির্যাতিত এলিনা বেগম বলেন, চাচা শ্বশুর হামিদুল আমাকে মেড়ে আমার ঠোঁট কামড়ে রক্ত বেড় করে দিয়েছে। তার ভাই জামিউল, আজিুলল, হাকিমুল আমাকে মাটিতে ফেলে পায়ে, পিঠে ও বুকে বেদম মেরেছে। তারা আমার কোলের শিশু ইমরান (৭) কেও মেরে তার চোখে ক্ষত করে দিয়েছে। এসময় তিনি কান্নাজড়িত কন্ঠে তার শরীরের আঘাতগুলো এ প্রতিবেদককে দেখানোর জন্য উদগ্রীব হয়ে উঠেন। আহত ইমরানও তার মায়ের সাথে চোখে আঘাত পেয়ে চিকিৎসা নিচ্ছে। অভিযোগ সুত্রে জানা গেছে, হামিদুল ইসলাম, জামিউল, আজিজুল, হাকিমুল সরকারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দীন সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে হামিদুল গংএর সাথে এলিনার স্বামী মজিউলের জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র শিশু ইমরানকে হামিদুল ইসলাম মারলে এলিনা প্রতিবাদ করে গালমন্দ করেন। এতে উত্তেজিত হয়ে হামিদুল গং গত শুক্রবার জুম্মার নামাজের পর এলিনার উপর চড়াও হয় এবং বেদম মারপিট করে।

বাংলাদেশ সময়: ১৩:১১:১৮   ২৭৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ