তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে, জনমত জরিপ

Home Page » ফিচার » তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে, জনমত জরিপ
শনিবার, ৭ জানুয়ারী ২০১৭



24.jpg

বঙ্গ-নিউজঃ  এখন পর্যন্ত অন্তত ২০০০ পারমাণবিক বোমার পরীক্ষা হয়েছে পশ্চিমা দেশগুলোতে চালানো এক জনমত জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের বেশিরভাগই মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে এবং ২০১৭ সালে ইউরোপে আরও জঙ্গি হামলা চালানো হবে।যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভ পরিচালিত ওই জনমত জরিপে অংশ নিয়েছেন নয়টি দেশের নয় হাজার মানুষ।

ওই জনমত জরিপে দেখা যায়, ‘বিশ্বব্যাপী সংঘর্ষে’ মানুষ তাদের ভবিষ্যত সম্পর্কে উদ্বিগ্ন। সিরিয়ার গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা করছে বিভিন্ন বিশ্বশক্তি। মার্কিন জনগণ বিশ্বযুদ্ধে আশঙ্কা করছেন। অপরদিকে, ফরাসি, জার্মান ও ব্রিটিশ জনগণ হতাশ।

জরিপে অংশগ্রহণকারী মার্কিন নাগরিকদের ৬৪ শতাংশ জানিয়েছেন, তারা এক ভয়াবহ যুদ্ধে মুখোমুখি হতে চলেছেন বলে মনে করেন। যেখানে মাত্র ১৫ শতাংশ মনে করেন যে, বিশ্ব শান্তির দিকে এগোচ্ছে। তবে ব্রিটিশরা এর থেকে কিছুটা আশাবাদী। তাদের ১৯ শতাংশ মনে করেন, শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অপরদিকে, ৬১ শতাংশ যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে সেই তুলনায় নর্ডিক দেশ সুইডেন, ফিনল্যান্ড এবং নরওয়ের অংশগ্রহণকারীরা অনেক বেশি আশাবাদী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে। এসব দেশের ৩৯ শতাংশই মনে করেন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অপরদিকে, ৪৫ শতাংশের ধারণা যুদ্ধ অবশ্যম্ভাবী।

ইউগভ-এর রাজনৈতিক ও সামাজিক গবেষণা বিষয়ক পরিচালক অ্যান্থনি ওয়েলস বলেন, ‘দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের ভয়টা সবচেয়ে বেশি। তবে তার কারণ ভিন্ন। মার্কিনিরা ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর যুদ্ধের সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন। আবার ফ্রান্সে যুদ্ধের সম্ভাবনা বাড়ার ক্ষেত্রে জঙ্গিবাদের হুমকিই প্রধান কারণ বলে আমার ধারণা।’

জরিপে জানা যায়, ফিনল্যান্ড ছাড়া বাকি সব দেশের জনগণের বেশিরভাগ অংশগ্রহণকারীই মনে করেন চলতি বছর ইউরোপে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হবে। ৮১ শতাংশ ফরাসিই ২০১৭ সালে জঙ্গি হামলার মুখোমুখি হবেন বলে মনে করছেন।

ওই জনমত জরিপে আরও উঠে আসে যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের জনগণ প্রধান হুমকি বলে মনে করে রাশিয়াকে। জরিপে অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ মার্কিনির বিপরীতে ৭১ শতাংশ ব্রিটিশ রাশিয়াকে প্রধা

বাংলাদেশ সময়: ১৩:৩৬:১৩   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ