লাল বলে অনুশীলন করলেন তাসকিন

Home Page » ক্রিকেট » লাল বলে অনুশীলন করলেন তাসকিন
শনিবার, ৭ জানুয়ারী ২০১৭



221.jpg

বঙ্গ-নিউজঃ  নিউজিল্যান্ডের মাটিতে লাল বলে প্রথম অনুশীলন করলেন তাসকিন। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্কোয়াডের নতুন এই সদস্যের লাল বলে অনুশীলন করার বিষয়টিতেই শনিবার মিডিয়ার নজর ছিল বেশি। নেটে তাসকিন বল ছুঁড়ছিলেন মুশফিকের দিকে। ইনজুরি কাটিয়ে উঠে এদিনই ব্যাট হাতে প্রথম নেট প্র্যাকটিস করেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন। তার দিকেও নজর ছিল সবার। কারন তার নেতৃত্বের টেস্ট দলটিই ওয়েলিংটনের প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।ওয়ানডে, টি-টোয়েন্টিতে বিবর্ন বাংলাদেশের সামনে আরও কঠিন পরীক্ষার মঞ্চ তৈরি হচ্ছে ওয়েলিংটনের বেসিন রিজার্ভের মাঠে। সেই মাঠ পেসারদের স্বর্গরাজ্য। এরজন্যে বাংলাদেশও সেখানে পাঁচ পেসার নিয়ে খেলবে। নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ দেশ দলের এখনও যা মানিয়ে নেয়া হয়নি বা এত স্বল্প সময়ে সম্ভব নয় তাহলো বাতাস। মাউন্ড মাঙ্গানুই’র মাঠে বাতাসের দাপটের কাছে পরাস্ত হয়েছেন বাংলাদেশের বোলার-ব্যাটসম্যান উভয়পক্ষ। বাতাসের বেশি দাপট থাকবে ওয়েলিংটনে। এটি বাংলাদেশ দলের কঠিন পরীক্ষা নয়তো কি।

শনিবার অনুশীলনের সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে, বোলিং কোচ কোর্টনি ওয়ালেস সবার নজর ছিল নেটের দিকে। প্রধান নির্বাচক বলেছেন সব দিক দেখেশুনেই তারা সেরা টেস্ট স্কোয়াডটি করেছেন। এখান থেকে চূড়ান্ত করবেন সেরা একাদশ। তামিম ইকবাল শনিবার মাঠে এলেও নেট অনুশীলন করেননি। লম্বা সময় বোলিং পরামর্শকের সঙ্গে কথা বলেছেন।

ঐচ্ছিক অনুশীলন থাকায় ইমরুল, সাকিব, সাব্বির রুবেল এরাও মাঠে আসেননি। মমিনুল, মিরাজ, তাইজুল সৌম্য, সোহান, শুভাশিষ সবাই মাঠে ঘাম ঝরিয়েছেন অনেকক্ষন। কামরুল ইসলাম রাব্বির হয়তো প্রথম একাদশে জায়গা হচ্ছেনা। তাকে অনুশীলনে দেখা যায়নি। উল্লেখ্য প্রথম টেস্ট স্কোয়াডে মুস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় তাসকিনকে নেয়া হয়েছে। লাল বলে প্রথম অনুশীলনের উচ্ছ্বাসে থাকলে তাসকিন ওরফে রিয়াজের মন পড়েছিল ঢাকায়। কারন শনিবার তার মায়ের গলব্লাডার অপারেশন হবার কথা। দেখা হতেই বললেন আমার আম্মুর জন্যে দোয়া করবেন ভা

বাংলাদেশ সময়: ১২:৩৫:৫৩   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ