ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

Home Page » জাতীয় » ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ৭ জানুয়ারী ২০১৭



131.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশ-চীনআফ্রিকা যাওয়ার পথে এক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা ৫০ মিনিটের দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবেন। এ সময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দিবাগত ১২টা ৫০ মিনিটে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময়ে দুই দেশের সম্পর্কোন্নয়ন নিয়ে এবং আগামী দিনগুলোতে বন্ধুত্বের বছর পালন নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে তিনি রিফুয়েলিংয়ের জন্য ঢাকায় অবতরণ করবেন। ওয়াং ই ৭ থেকে ১২ জানুয়ারি আফ্রিকার মাদাগাস্কার, জাম্বিয়া, তানজানিয়া, কঙ্গো ও নাইজেরিয়া সফর করবেন।

প্রসঙ্গত, অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ঢাকা সফরের সময় বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্কে উন্নিত হয়েছে। ওই সফরে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বেশ কয়েকটি আছে বাণিজ্যিক ঋণ চুক্তি ও প্রকল্প সহায়তা।

এছাড়া, ২০১৭ সালকে দুই দেশের বন্ধুত্বের বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এর অধীনে সব ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হবে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে চীন থেকে একটি সংস্কৃতি প্রতিনিধিদলের ঢাকা আগমনের মাধ্যমে ইয়ার অব ফ্রেন্ডশিপ অ্যান্ড এক্সচেঞ্জে শুরু হওয়ার কথা আছে।

দুই দেশের মধ্যে নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের বিষয়েও একটি সমঝোতা স্মারক চীনা প্রেসিডেন্টের সফরে স্বাক্ষরিত হয়। এর আওতায় এ বছরের শুরুর দিকেই চীনে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সম্ভাবনা আছে

বাংলাদেশ সময়: ১:২৫:৪৪   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ