যুক্তরাষ্টের গোয়েন্দা কর্মকর্তাবৃন্দ: নির্বাচনে হস্তক্ষেপের পেছনে ছিলেন শীর্ষ রুশ কর্মকর্তারা

Home Page » জাতীয় » যুক্তরাষ্টের গোয়েন্দা কর্মকর্তাবৃন্দ: নির্বাচনে হস্তক্ষেপের পেছনে ছিলেন শীর্ষ রুশ কর্মকর্তারা
শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭



13.jpgবঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তারা মনে করেন যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের প্রচেষ্টটা হিসেবে ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটির যে সব নথিপত্র ফাঁস করা হয়েছে এবং হ্যাক করা হয়েছে তার জন্য সরাসরি দায়ী রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ।

সেনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে শুনানীর সময়ে পূর্বে প্রস্তুত বক্তব্যে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জেইমস ক্ল্যাপার , জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মাইকেল রজার্স এবং প্রতিরক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি বলেন, ” আমরা মূল্যায়ন করে দেখেছি যে কেবল মাত্র রাশিয়ার সর্বোচ্চ কর্মকর্তারা হয়ত সাম্প্রতিক নির্বাচনের উপাত্ত চুরি এবং তা প্রকাশের অনুমতি দিয়ে থাকতে পারেন”। তাঁরা রাশিয়ার সাইবার আক্রমণকে , জাতীয় স্বার্থের উপর বড় রকমের হুমকি বলে বর্ণনা করেন।

গোয়েন্দা প্রধানরা এ ব্যাপারে সহমত পোষণ করেন যে রাশিয়া ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটির নথিপত্র হ্যাক করার সঙ্গে সম্পৃক্ত ছিল তবে ক্ল্যাপার আরও বলেন যে গোয়োন্দারা এটা এখনো বের করতে পারেনি যে উইকিলিক্স ‘এর প্রকাশ করা এই তথ্য নাগরিকদের ভোটদানে কোন রকম প্রভাব ফেলেছে কী না।

ক্ল্যাপার আরো বলেন যে চীনও সাম্প্রতিক অতীতে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে সফল ভাবে সাইবার গোয়েন্দাগিরি করছে তবে দুটি দেশ ২০১৫ সালে এ ধরণের গোয়েন্দাগিরি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তি সই করার পর থেকে যুক্তরাষ্ট্রের ওপর চীনের হ্যাকিং কার্যকলাপ অনেকটাই কমে গেছে।

প্রেসিডেন্ট বারাক ওবমা গোয়েন্দা সংস্থাগুলোকে ২০০৮ সালের নির্বাচনের সময় থেকে এ পর্যন্ত নির্বাচনে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপের বিষয়টি পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন। ক্ল্যাপার বলেন ওবামা বৃহস্পতিবার এই অনুসন্ধানের ফলাফল শুনেছেন এবং নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে একই বিষয়ে আগামিকাল শুক্রবার অবহিত করা হবে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা , সি আই এ এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো , এফ বি আই উভয়ই এই সিদ্ধান্তে পৌছেছে যে ২০১৬ সালের হ্যাকিং এর পেছনে ছিল রুশ সরকার এবং নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার জন্য

বাংলাদেশ সময়: ১২:২৬:০১   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ