যশোর থানায় উল্টো ঝুলিয়ে নির্যাতন

Home Page » প্রথমপাতা » যশোর থানায় উল্টো ঝুলিয়ে নির্যাতন
শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭



53.jpg বঙ্গ-নিউজঃ  যশোর কোতোয়ালি থানায় এক তরুণকে পিঠমোড়া করে উল্টো ঝুলিয়ে রাখার পর ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার খবর পাওয়া গেছে।নির্যাতনের শিকার আবু সাঈদ (৩০) যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে। নাম না জানিয়ে এক পুলিশ কর্মকর্তা  বলেন, সাঈদকে বুধবার রাতে আটক করেন ওই থানার সিভিল টিমের এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান। পরে তার কাছে দুই লাখ টাকা দাবি করেন দুই কর্মকর্তা।

ঘুষ দিতে অস্বীকার করায় আবু সাঈদকে হ্যান্ডক্যাপ পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে কাঠ দিয়ে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পরে আবু সাঈদের স্বজনরা ৫০ হাজার টাকা দিয়ে রাতেই তাকে ছাড়িয়ে নেয় বলেও তিনি জানান।

তবে এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।

থানার ওসি ইলিয়াস হোসেন বলছেন, বিষয়টি তার জানা নেই।

তিনি এসআই নাহিয়ানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এসআই নাহিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

কোনো পুলিশ সাঈদকে আটকের কারণ বলেনি। কে আটক করেছে তাও কেউ স্বীকার করেনি।

নির্যাতিত আবু সাঈদের এক আত্মীয় বলেন, আবু সাঈদের নামে একটি মাদক মামলা রয়েছে। সে মামলায় জামিনে থাকলেও বুধবার রাতে তাকে আটক করা হয়। ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে আবার তাকে ছেড়েও দেওয়া হয়।

তিনি আটককারী পুলিশের নাম-পদবি বলতে পারেননি।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আসমত আলী বলেন, “বুধবার রাতে ইয়াবা ব্যবসায়ী সাঈদকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে তার আত্মীয়রা টাকা-পয়সা দিয়ে ছাড়িয়ে আনে বলে শুনেছি।”

বাংলাদেশ সময়: ১২:০৮:০৯   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ