৫ জানুয়ারী বাংলাদেশের ইতিহাসে একটি লজ্জাজনক ঘটনা —-সাবেক উপমন্ত্রী দুলু

Home Page » সারাদেশ » ৫ জানুয়ারী বাংলাদেশের ইতিহাসে একটি লজ্জাজনক ঘটনা —-সাবেক উপমন্ত্রী দুলু
শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭



72.jpgবঙ্গ-নিউজঃ লালমনিরহাট প্রতিনিধি:
পুলিশ দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। ২০১৪ সালের এই দিনে এই ফ্যাসিষ্ট আ’লীগ সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপি শ্রমিকদল কার্যালয় এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন।
তিনি তার বক্তব্য আরও বলেন. সেই নির্বাচনে তাদের ১৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত হয়েছিল। এটি বাংলাদেশের ইতিহাসে একটি লজ্জাজনক ঘটনা।
অবৈধ ভাবে ক্ষমতায় এসে তারা বিএনপিকে নিশ্চহ্ন করার জন্য পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে দিচ্ছে। বর্তমানে এই অবৈধ সরকার পুলিশ দিয়ে দেশ শাসন করছে।
এর আগে জেলা বিএনপি শ্রমিকদল কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধাঁ দেয়। পুলিশের বাধাঁয় বিক্ষোভ মিছিলটি পন্ড হলে পরে শ্রমিকদল কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা এই সরকারের কঠোর সমালোচনা করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।
এ সময় জেলা বিএনপির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন ও সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ,সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম প্রামানিক প্রমূখ।
অপরদিকে এই দিনে সারা বাংলাদেশে আ’লীগের দেশ ও গণতন্ত্র রক্ষা দিবস পালণ কর্মসুচি থাকলেও দিবসটি উপলক্ষে লালমনিরহাট জেলা আ’লীগের কোন কর্মসুচি ছিল না।

বাংলাদেশ সময়: ০:২৮:২০   ৪১০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ