যে ছবি তৈরিতে সময় লেগেছিল ২৩ বছর

Home Page » বিনোদন » যে ছবি তৈরিতে সময় লেগেছিল ২৩ বছর
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭



 বঙ্গ-নিউজঃ হিন্দির ছবির ইতিহাসে এমন ছবি রয়েছে যেটি বানাতে সময় লেগেছিল প্রায় আড়াই দশকের কাছাকাছি সময়। এমনকী ছবিটি মুক্তি পাওয়ার আগেই মারা গিয়েছিলেন ছবির দুই নায়ক।

ছবির কাজ শুরু হয়েছিল যে নায়ককে নিয়ে তিনি হঠাৎই মারা যান। তার জায়গায় নেওয়া হয় অন্য আরেকজনকে। তিনিও ছবি মুক্তি পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন। ছবির কাজ শেষ হওয়ার আগে প্রয়াত হয়েছিলেন পরিচালক নিজেই। সেই ছবিটির নাম ‘লাভ অ্যান্ড গড’।

পরিচালক কে আসিফ ১৯৬৩ সালে লায়লা এবং কাইসের বিখ্যাত আরবি প্রেম-কাহিনি নিয়ে ‘লাভ অ্যান্ড গড’ নামে একটি ছবি তৈরি করা শুরু করেন।

ছবির প্রথম নায়ক ছিলেন গুরু দত্ত। আর নায়িকা ছিলেন নিম্মি।

শুটিং চলাকালীন ১৯৬৪ এর ১০ অক্টোবর প্রয়াত হন ছবির নায়ক গুরু দত্ত। বন্ধ হয়ে যায় ছবির কাজ।

ছবিটি অন্য নায়ককে দিয়ে ফের শুরু করার সিদ্ধান্ত নেন আসিফ। নায়ক খোঁজা শুরু হয়। ১৯৭০ সালে নায়কের চরিত্রের জন্য সঞ্জীব কুমারকে রাজি করানো হয়। আবার শুরু হয় শুটিং।

ছবির কাজ ভালই এগোচ্ছিল। তবে ছবির কাজ অসমাপ্ত রেখেই ১৯৭১ সালের ৯ মার্চ মারা যান ছবির পরিচালক কে আসিফ।

তার মারা যাওয়ার ১৫ বছর পর পরিচালকের স্ত্রী আখতার আসিফ ‘লাভ অ্যান্ড গড’ ছবিটির কাজ শেষ করার ক্ষেত্রে উদ্যোগী হন।

পরিচালক, প্রযোজক এবং চিত্র-পরিবেশক কে সি বোকাড়িয়াকে সঙ্গে করে শুট হওয়া ভিডিও নিয়ে পোস্ট প্রোডাকশন শুরু করেন আখতার।

ছবি মুক্তি পাওয়ার আগেই ১৯৮৫ সালে মারা যান ছবির নায়ক সঞ্জীব কুমার। ছবির কাজ শুরু হওয়ার ২৩ বছর পর ‘লাভ অ্যান্ড গড’ মুক্তি পায় ১৯৮৬ সালে।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৫০   ৪৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ